নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): কেমব্রিজে করা বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপি যখন রাহুল গান্ধীকে কোণঠাসা করার পন্থা নিয়েছে, ঠিক তখনই পালটা মোদীকে নিশানা করল কংগ্রেস। এবার খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন কংগ্রেস সাংসদ তথা দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (KC Venugopal)। তাঁর অভিযোগ, সংসদ কক্ষে দাঁড়িয়েই গান্ধী পরিবারকে অপমান করেছেন মোদী।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে বক্তৃতা রাখেন নরেন্দ্র মোদী। সেদিন প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ‘কোনও এক রিপোর্টে পড়েছিলাম… আমি যাচাই তো করিনি, তবে তাতে বলা হয়েছিল যে সরকারের প্রায় ৬০০টি প্রকল্পের নাম গান্ধী পরিবারের সদস্যদের নামে। আমি এটা বুঝতে পারি না যে তাঁর পরবর্তী প্রজন্মের কেউ নেহরু পদবি কেন ব্যবহার করেন না। এত কিসের লজ্জার? এত মহান ব্যক্তি ছিলেন তিনি। এই দেশ কোনও এক পরিবারের সম্পত্তি নয়। আমরা মেজর ধ্যানচাঁদের নামে খেল রত্ন সম্মানের নামকরণ করেছি। আন্দামানে আমরা নেতাজির নামে দ্বীপের নামকরণ করেছি। অনেকেই দেশের সেনাকে অসম্মান করে। তাই আমি দেশের দ্বীপপুঞ্জের নামকরণ করেছি পরমবীরচক্রদের নামে।’
কে সি ভেনুগোপালের অভিযোগ, মোদীর মন্তব্য আসলে গান্ধী পরিবারের সদস্যদের জন্য অপমানজনক। স্বাধিকার ভঙ্গের নোটিস এনে কংগ্রেস (Congress) সাংসদ বলছেন, ওই বক্তব্যে মোদী আসলে গান্ধী পরিবারকে ভেঙিয়েছেন। তাঁর ওই ভাষণ গোটা গান্ধী পরিবারের জন্য অপমানজনক। বিশেষ করে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর জন্য। যারা কিনা লোকসভার সদস্যও।
বেণুগোপাল বলছেন, প্রধানমন্ত্রী খুব ভাল করে জানেন যে এদেশে মেয়েরা বিয়ের পর বাবার পদবি ব্যবহার করেন না। তা সত্ত্বেও তিনি ইচ্ছাকৃতভাবে ওই মন্তব্য করেছিলেন, শুধু রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। যদিও কংগ্রেস নেতার এই স্বাধিকার ভঙ্গের অভিযোগ গৃহীত হওয়ার সম্ভাবনা কার্যত নেই।