নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার):শুধু দেশেই নয়, গোটা বিশ্বে অপ্রতিরোধ্য ‘পাঠান’! দীর্ঘ ৪ বছর অপেক্ষার পরে ফিরেছেন বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। দেশের হিন্দি সিনেমার বক্স অফিসে ইতিহাস আগেই গড়েছেন। বিদেশেও ‘পাঠান ঝড়’। মাত্র চার দিনেই দেশজুড়ে এই ছবির আয় ২০০ কোটি। সারা বিশ্বের ব্যবসার নিরিখে ছবিটির আয় ৪০০ কোটি টাকা পার করেছে।
প্রথম দিনেই দেশের বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনে অঙ্কটা বেড়ে হয় ৬৮ কোটি টাকা। যদিও শুক্রবার অঙ্কটা ছিল খানিকটা পড়তির দিকে। ব্যবসার পরিমাণ দাঁড়ায় ৩৮ কোটি টাকা। চিন্তা বাড়ছিল নির্মাতাদের। তবে চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় আয় বাড়ে ৪০ শতাংশ। যার ফলে মাত্র চার দিনই বিশ্বব্যাপী ৪০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। শনিবার পর্যন্ত বিশ্বের বক্স অফিসে ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি টাকা।ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, চারদিনে বিশ্বব্যাপী মোট ৪২৯ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। দেশজুড়ে মোট ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবি। বিদেশে ১৬৪ কোটি টাকা আয় করেছে। হিন্দি ছবির ইতিহাসে ছবিমুক্তির দিনে ‘পাঠান’-এর ব্যবসাই এখনও পর্যন্ত সর্বোচ্চ।
এ দিকে শাহরুখ, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে বয়কটের রব উঠেছিল এ ছবির প্রথম মুক্তি পাওয়া গান ‘বেশরম রং’ নিয়ে। একাংশের আশঙ্কা ছিল ছবির ভবিষ্যৎ নিয়েও। কিন্তু মুক্তির পর সকলের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দর্শক মজে ‘পাঠান’-এ।