Monday, March 24, 2025
Homeকলকাতাগ্লিনবার্নি টিচার্স ট্রেনিং কলেজ-এর ওয়ার্কশপ এবং স্পোর্টস অনুষ্ঠান।

গ্লিনবার্নি টিচার্স ট্রেনিং কলেজ-এর ওয়ার্কশপ এবং স্পোর্টস অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :২৭শে জানুয়ারি গ্লিনবার্নি টিচার্স ট্রেনিং কলেজ-এর শিক্ষার্থীদের ওয়ার্কশপ হলো।এই ওয়ার্কশপ-এ প্রাকটিক্যাল সেলফ ডিফেন্স,প্রাকটিক্যাল মন্তেস্বরি,ডান্স, জুম্বা, কমিউনেকেটিভ ইংলিশ,ফিজিক্যাল ফিটনেস এই ধরণের ক্লাস হয়েছিল ।এদিন গ্লিনবার্নি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের স্পোর্টসও ছিলো যেখানে খেলাধুলাতে অংশগ্রহণ করেছেন সকলে। সেলফ ডিফেন্স শাড়ি পড়ে করানো হয়েছে। মেয়েরা চলার পথে যেকোনো পরিস্থিতির সম্মুখীনই হতে পারে যেহেতু ভারতীয় মহিলাদের অন্যতম পোশাক শাড়ি তাই শাড়ি পরেও আত্মরক্ষা করার জন্য মেয়েরা সর্বদা প্রস্তুত সেই সুরক্ষার চিন্তা থেকে এমন ভাবনা।একজন টিচার কে ফিজিক্যাল ফিট থাকা খুব গুরুত্বপূর্ণ।গ্লিনবার্নি টিচার্স ট্রেনিং কলেজ-এর শিক্ষার্থীদের শারীরিক ফিট থাকার জন্য এমন ওয়ার্কশপ করানো হয় এবং ক্লাসে ক্রমাগত শেখায়।গ্লিনবার্নি টিচার্স ট্রেনিং কলেজ-এর উদ্দেশ্য বাচ্চাদের পড়ানোর আগে টিচেরদের পড়ানো। আগামী দিনে গ্লিনবার্নি টিচার্স ট্রেনিং কলেজ মা-বাবাদের পড়ানোরও উদ্যোগ নেবে।
এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন গ্লিনবার্নি স্কুলের টিচার্সরা, C.P.D.R India Human Rights-এর জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments