নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ : ১৩ই জুলাই হাওড়ার কদমতলায় আজ সফলভাবে অনুষ্ঠিত হলো চতুর্থ বেঙ্গল কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অংশ নিয়েছিলেন ৫০০-র বেশি প্রতিযোগী। বয়সভিত্তিক বিভাগে কাতা (Kata) এবং কুমিতে (Kumite) প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণকারীরা তাঁদের প্রতিভার নিদর্শন রাখেন।
এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করে শোটোকান ট্র্যাডিশনাল ক্যারাটে-ডু অ্যাসোসিয়েশন (পশ্চিমবঙ্গ)।
অনুষ্ঠানটি জাপান ট্র্যাডিশনাল ক্যারাটে অ্যাসোসিয়েশন (JTK) অনুমোদিত এবং ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন (KIO) ও কারাতে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (KAB) -এর অন্তর্ভুক্ত।
এই বছর চ্যাম্পিয়নশিপের মূল উদ্যোক্তা ছিলেন শিহান আমিন আলি, যিনি শোটোকান ট্র্যাডিশনাল ক্যারাটে-ডু অ্যাসোসিয়েশনের স্টাইল প্রধান এবং KIO-র অ্যাসোসিয়েট মেম্বার।চ্যাম্পিয়নশিপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহান মির খাদিম আলী – ভাইস চেয়ারম্যান, KIO টুর্নামেন্ট কমিশন,শিহান মনোরঞ্জন দাস – AKF অনুমোদিত কাতা ও কুমিতে বিচারক,শিহান তপন ধারা – বিশিষ্ট মার্শাল আর্ট প্রশিক্ষক ও অতিথি
এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রতিযোগীদের মধ্যে ক্যারাটে চর্চার আগ্রহ আরও এক ধাপ বৃদ্ধি পেল। উপস্থিত দর্শক, অভিভাবক এবং প্রশিক্ষকদের প্রশংসায় ভরিয়ে দেন আয়োজকদের।

