নিজস্ব প্রতিনিধি(রজত রায়) : চলতি মাসে ফের বঙ্গ সফরে আসতে চলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে আগামী ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার জোড়া সভার বদলে একটি সভায় অংশগ্রহণ করতে আসছেন তিনি। এই সভাটি অনুষ্ঠিত হবে নদীয়ার বেথুয়াডহরি জুনিয়র ইয়েস ইস্টবেঙ্গল মাঠে। এই সভায় উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু নতুন বছরের প্রথম মাসেই আবারও পশ্চিমবঙ্গ সফরে আসছে দলে প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু মঙ্গলবার হঠাত্ই সেই সফর বাতিল করার খবর পাওয়া যায়। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, দেশের প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জেপি নড্ডা তিলোত্তমায় পা রাখবে না। তবে কি কারণে এই সফর বাতিল করা হয়ে তা স্পষ্ট করে কিছু বলা হয়নি।
আগে বিজেপির সূত্রের জানানো হয়েছিল, ১৭ জানুয়ারি (মঙ্গলবার) সভা করতে আসেন তিনি। সেই সভা স্থলগুলি হুগলির আরামবাগ ও দক্ষিণ ২৪পরগনার মথুরাপুরে। এমনকি জানা যাচ্ছে ২০২৩- এ পশ্চিমবঙ্গে মোট ৪০টি সভা করবেন মোদি ও শাহ। প্রায় প্রতিমাসেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩টির বেশি সভা হবে। তবে বছরের শেষের দিকে সভার সংখ্যা বাড়তে থাকবে। কারণ ২০২৪-এর মার্চেই হবে সাধারণ নির্বাচন। সুত্রে খবর এই ৪০ টি বৈঠকের মধ্যে শাহ এবং নাড্ডা দু’জনে ১৩টি এবং মোদি ১৪টি সভা করবেন বাংলায়। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর মোদির কলকাতায় আসার কথা ছিল। কিন্তু তার মা’য়ের অকাল প্রয়াণ কল্লোলিনিতে পা না রেখে রাজধানী দিল্লি থেকে ভার্চুয়ালি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-তারাতলা মেট্রো পরিষেবা উদ্বোধন করেন।