Wednesday, October 16, 2024
HomeUncategorizedচুরি হচ্ছে অন্তর্বাস, শৌচালয়ে বহিরাগতের উঁকিঝুঁকি! তুমুল হট্টগোল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

চুরি হচ্ছে অন্তর্বাস, শৌচালয়ে বহিরাগতের উঁকিঝুঁকি! তুমুল হট্টগোল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): রাতের অন্ধকারে ছাত্রীদের হস্টেলে দুষ্কৃতী ঢুকে পড়ছে বলে অভিযোগ। আর তারপর জানালা, বাথরুমে উঁকি মেরে গোপন দৃশ্য দেখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। আর তার জেরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তুমুল বিক্ষোভ শুরু করল পড়ুয়ারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই ঘটনার তদন্তে কমিটি গঠন করতে হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ, গতকাল রাত্রে কল্যাণী বিশ্ববিদ্যালয় এল এইচ – ১ ছাত্রীদের মাতঙ্গিনি ছাত্রী আবাসনে এক দুষ্কৃতী ঢুকে পড়ে। ছাত্রীদের বাথরুমে উঁকি-ঝুঁকি মারে। যা দেখে ফেলে এক ছাত্রী। এরপরই শুরু হয় হই হট্টগোল। ভোরের আলো ফুটতেই হস্টেলের বাইরে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। তাঁদের দাবি, অবিলম্বে ছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আরও অভিযোগ, এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে। কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ । পরে আসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। পরে ছাত্রীদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল। হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে বসানো হবে সিসি ক্যামেরাও।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানসকুমার সান্যাল বলেন, ‘‌আমি সবটা শুনে নিজেই দেখতে গিয়েছিলাম। দেখলাম বাথরুমের কাচ ভাঙা। আলো জ্বলছে না। সবই ঠিক করে দেওয়া হবে। সিসিটিভি লাগানোর ব্যবস্থা চলছে। একটা তদন্ত কমিটি তৈরি করেছি। ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে। কল্যাণী থানার পুলিশকেও পেট্রোলিং বাড়ানোর ব্যবস্থা করতে বলেছি। মেয়েদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments