নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): রাজ্যের মুখেভাত । সেই জন্য আনা হয়েছে সোনার বাটি এবং চামচ। এই বাটি এবং চামচ নিয়ে এসেছেন শরিফুল রাজ। স্বামী শরিফুল রাজের এই কান্ডের কথা নিজেই জানিয়েছেন পরীমণি। একে কেউ ‘আদিখ্যেতা’ বললেও তাঁর ভালো লাগবে বলেও জানিয়েছেন বাংলাদেশের সিনেমার এই নায়িকা।
পরীমণি ছেলের মুখেভাতের আনন্দই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। ছবি পোস্ট করে তিনি লেখেন, “বাজানের মুখেভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এ সব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না? এ সব কেউ আদিখ্যেতা মনে করলে আমার বেশ ভালই লাগবে।”
ইতিমধ্যেই এই পোস্টে ‘লাইক’ দিয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। উল্লেখ্য ২০২১ সালে ‘গুনিন’ সিনেমার শুটিং করতে গিয়ে রাজের সঙ্গে পরিচয় হয় পরীমণির। কোনও দিনই কোনও বিষয় নিয়ে রাখঢাক নেই পরীমণির। তা ব্যক্তিগত সম্পর্কে টানাপড়েন হোক কিংবা ছেলেকে নিয়ে কোনও বিশেষ মুহূর্ত। কিছু দিন আগে স্বামী রাজের সঙ্গে বিচ্ছেদের কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছিলেন নায়িকা।
তার পর এখন অবশ্য সবটাই ঠিক হয়ে গিয়েছে। আবারও রাজের সঙ্গে শান্তিতে সংসার করছেন পরী। তাই তো তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রীতিমতো রেগে গিয়েছিলেন নায়িকা। বলেছিলেন, “আমাদের সমস্যা না হলে আপনাদের সমস্যাটা কোথায়?”