সোনারপুরের ছোট্ট মেয়ে হৃদিকা দাস এক বিরল SPINAL Muscular Atropy Type-1 স্নায়ুরোগে আক্রান্ত যার একটি ভ্যাকসিন (Zolgensma)- এর মূল্য ১৬ কোটি টাকা, যা একটি মধ্যবিত্ত পরিবারের সাধ্যের বাইরে। একমাত্র আপনাদের সহযোগিতাই পারে হৃদিকার জীবন বাঁচাতে। আসুন আমরা সবাই মিলে হৃদিকা-কে নতুন জীবন দান করি। আপনাদের প্রতিটি মহৎ দান ওর জীবনের আলো হয়ে উঠতে পারে।
সাহায্যের হাত বাড়িয়ে দিতে এদিন হাজির ছিলেন বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদার, অভিনেতা দেবরাজ চক্রবর্তী,অভিনেতা শিভাজি দাসগুপ্ত, অভিনেতা অভিরূপ চৌধুরী,অভিনেতা পার্থ বেরা। সহৃদয় ব্যক্তি এবং বিভিন্ন এনজিও সবাই কে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে বাঁচতে পারে একটা ছোট্ট প্রাণ।
মোবাইল নং :8777062393 / 7003711426
রূপনগর, সোনারপুর, কোলকাতা-৭০০১৫০