Thursday, June 19, 2025
Homeখবর"জামাই এলো বাড়িতে": দমদম পার্কে জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ প্রদর্শনী, আয়োজন ‘মা...

“জামাই এলো বাড়িতে”: দমদম পার্কে জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ প্রদর্শনী, আয়োজন ‘মা তাঁরা শপিং প্ল্যাটফর্ম’-এর

নিজস্ব প্রতিনিধি, সম্পা ঘোষ:
আসন্ন জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে বাঙালির কেনাকাটার উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে চলেছে ‘মা তাঁরা শপিং প্ল্যাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা’-র আয়োজনে এক বিশেষ প্রদর্শনী—“জামাই এলো বাড়িতে”।

এই এক্সিবিশন শুরু হবে ১৫ই মে এবং চলবে ১৮ই মে পর্যন্ত, দমদম পার্কের ছন্নছাড়া ক্লাবে। প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

প্রদর্শনীতে থাকছে এক ছাদের নিচে খাবার, পোশাক, হ্যান্ডমেড জুয়েলারি, ঘর সাজানোর সামগ্রী সহ নানাবিধ লাইফস্টাইল প্রোডাক্টের বিশাল সম্ভার। শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সাথে থাকছে বিশেষ ছাড় এবং অফার। বিশেষ আকর্ষণ—৫০০ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটায় মিলবে আকর্ষণীয় উপহার।

খাদ্যরসিকদের জন্য থাকছে সুস্বাদু খাবারের বিশাল সম্ভার—মোমো, ফিশ কচুরি, কাবাব, চিকেন পকোড়া, ভাজাভুজি, হাতে বানানো আচার, বড়ি, নবদ্বীপের দই-রাবড়ি ও বিভিন্ন ধরণের মিষ্টি।

‘মা তাঁরা শপিং প্ল্যাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা’ দীর্ঘদিন ধরে মেয়েদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে। এই প্ল্যাটফর্ম মেয়েদের শুধু বাজার তৈরিতে নয়, অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজকরা আহ্বান জানিয়েছেন সকল উৎসাহীদের একবার ঘুরে যেতে এই প্রদর্শনীতে—এবং পছন্দের পণ্য কিনে জামাই ষষ্ঠীকে করে তুলতে আরও রঙিন ও স্মরণীয়।

ষ্টল বুকিং-এর জন্য যোগাযোগ:
8337087694 / 8697896689

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments