নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ, কলকাতা, ২১ জুলাই শহীদ দিবসের উপলক্ষে ধর্মতলার ঐতিহাসিক সমাবেশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন কলকাতা পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুস্মিতা ভট্টাচাৰ্য চ্যাটার্জী।
ওইদিন ধর্মতলার ভাষণকে সরাসরি সম্প্রচারের জন্য স্থাপন করা হয় একটি বিশাল জায়ান্ট স্ক্রিন, যেখানে সাধারণ মানুষ সমবেত হয়ে নেত্রীর বার্তা শোনেন। এদিনের আয়োজনে উপস্থিত ছিলেন পৌরমাতা সুস্মিতা ভট্টাচাৰ্য চ্যাটার্জী নিজে, ব্লক সভাপতি বাবলু পাইন এবং ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মীবৃন্দরা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে তৎপর পৌরমাতা। তিনি বলেন, “দিদির নেতৃত্বে আগামী দিনে আরও জোরদার লড়াই করতে হবে। মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। তৃণমূল কংগ্রেস জনতার দল, এবং সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব।”
মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্পষ্ট হয়ে উঠেছে ২০২৬-এর লড়াইয়ের বার্তা—‘জনতার পাশে তৃণমূল, সর্বদা।’

