Sunday, September 15, 2024
Homeখবরজাহাজ নয় সমুদ্রে ভাসছে হেলিকপ্টার! এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুম্বইয়ে

জাহাজ নয় সমুদ্রে ভাসছে হেলিকপ্টার! এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুম্বইয়ে

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): মুম্বাই সমুদ্র উপকূলে হটাৎই আজ সকালে এক অদ্ভুত বস্তু ভেসে থাকতে দেখা যায়।অনেকে বস্তুটিকে একটি ছোট নৌকা বলে মনে করেন। কিন্তু বস্তুটির কাছাকাছি যেতেই কার্যত চক্ষু চড়ক গাছ সকলের। মাঝ সমুদ্রে ভাসছে আস্ত একটা হেলিকপ্টার।সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের তাজ হোটেল সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে যে মাঝ সমুদ্রে কোন যান্ত্রিক ত্রুটির কারণে গতি হারায় হেলিকপ্টারটি। ধীরে ধীরে সেটিকে সমুদ্রের জলের ওপর অবতরণ করান পাইলট।এরপর একটি বিশালাকার ক্রেনের সাহায্যে সুইফ্ট রেসকিউ অপারেশনের মাধ্যমে সেটিকে জল থেকে তোলা হয়। ভারতীয় নৌসেনার INS শিকারায় নিয়ে যাওয়া হয় কপ্টারটিকে।
সেখানেই ক্ষয় ক্ষতির পরিমাণ দেখা হবে এবং কি কারণে এইরূপ ঘটনা ঘটলো তার তদন্ত করা হবে। ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments