Sunday, September 15, 2024
HomeUncategorizedজেলা সভানেত্রী পাপিয়া ঘোষের উপস্থিতিতে দার্জিলিংয়ে দিদির সুরক্ষা কবচ শুরু

জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের উপস্থিতিতে দার্জিলিংয়ে দিদির সুরক্ষা কবচ শুরু

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচে জোরদার প্রচার শুরু হয়ে গিয়েছে। রাজ্যের এক জেলা থেকে আরেক জেলা সব জায়গাতেই তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, মন্ত্রীরা জনসংযোগ কর্মসূচি করছেন।মানুষের কাছ থেকে সরকারি প্রকল্পের অভাব অভিযোগ শুনছেন।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ১ নম্বর অঞ্চলের বিভিন্ন জায়গায় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ জনসংযোগ শুরু করেন। এদিন পাপিয়া ঘোষ চা বানিয়ে ট্রাফিক এবং স্থানীয় বাসিন্দাদের পান করান। এরপর জগন্নাথপুর এলাকায় কালী মন্দিরে পুজো দেন তিনি। পাশাপাশি মুরালীগঞ্জ হাই স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন পাপিয়া। পরে বুধারুগাও এলাকায় সাধারণ মানুষের কাছে অভাব অভিযোগ শোনেন। দার্জিলিং জেলায় সোমবার থেকেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হয়েছে। এদিন ফাঁসিদেওয়া সাংগঠনিক ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ সহ স্থানীয় দলের নেতা কর্মীরা সকলেই এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments