Saturday, November 2, 2024
HomeUncategorizedটাকার লোভে কি বাচ্চাদের ক্ষ’তি হচ্ছে? এই বিস্কুটের বিজ্ঞাপনের মুখ হয়ে বিপাকে...

টাকার লোভে কি বাচ্চাদের ক্ষ’তি হচ্ছে? এই বিস্কুটের বিজ্ঞাপনের মুখ হয়ে বিপাকে অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): রোজ টিভি দেখার সময় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে থাকি আমরা। আর পছন্দের কেউ যাকে বিশ্বাস করি আমরা তাদের দেওয়া বিজ্ঞাপন হলে তো কথাই নেই, আমরা ভাবি এই জিনিসটি নিশ্চই খুব ভালো হবে। যেমন সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখি ফরচুন তেলের বিজ্ঞাপন দিতে, যেহেতু সৌরভ দিচ্ছেন অনেকেই ওনাকে দেখেই কেনেন কারণ ওনাকে সকলে বিশ্বাস করেন।তাই যারা জনপ্রিয় তাদের দেওয়া কোনো বিজ্ঞাপন তাদের উপর অনেকটাই দায়িত্ব বর্তায়। কারন কোনো কারণে সেই প্রোডাক্টের ভুল প্রচার হয়ে গেলে সেই মানুষ গুলোর উপর চাপ পড়ে যায়। সম্প্রতি সেরকমই একটি ঘটনা ঘটে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সাথে এমন ঘটনা ঘটেছে।তিনি বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেট থেকে মিল্ক বিকিস বিস্কুটের প্রচার করেছিলেন। সেখানে বর্ষীয়ান অভিনেতা বলেন, এই বিস্কুটটি ময়দা এবং দুধের পুষ্টিগুণে সমৃদ্ধ। তাই সকল মা’কে এই বিস্কুটটি নিজেদের সন্তানদের খাওয়ানোর কথা বলেন। ‘বিগ বি’ বলেন এই বিস্কুটটি শিশুদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড উপকারী।

কিন্তু এই নিয়ে চূড়ান্ত বিতর্কের মধ্যে পড়েন বিগ বি। কারন এই বিস্কুট ততটাও স্বাস্থ্যকর নয় বলে দাবি করেন নিউট্রেশন অ্যাডভোকেসি ইন পাবলিক ইন্টারেস্ট ইন্ডিয়া। তাদের মতে, মিল্ক বিকিস বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে অনুমোদন পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমস্ত মানদণ্ড মেনে এই বিস্কুট তৈরি করা। হয়নি। অমিতাভের কাছে এই নিয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে।তবে তার কাছ থেকে কোনো উত্তর এখনও অব্দি আসে নি। তবে এই নিয়ে এমন বিতর্ক হওয়ার কারণ হলো, মিল্ক বিকিসে অতিরিক্ত উচ্চ চিনি, উচ্চ সোডিয়াম এবং উচ্চ চর্বি জাতীয় উপাদান ব্যবহৃত হয়েছে। আর এগুলি শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

তাই অমিতাভ বচ্চনকে এক্সপার্টরা অনুরোধ করেছেন এমন সম্পচার যেনো তিনি না করেন। সাথে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments