নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): একবারে সাধ মেটেনি তাই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন হার্দিক পাণ্ডিয়া। তাও আবার এক সন্তানের বাবা হওয়ার পরও। পাত্রী নিজের স্ত্রী নাতাশা স্টানকোভিচ। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-এর দিন হার্দিক ও নাতাশা বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায সেই ছবি পোস্ট হতেই তা নিমিষে ভাইরাল হয়ে যায়।
ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা এদিন রাজস্থানের উদয়পুরে ছেলে অগ্যস্তকে সঙ্গে নিয়েই দ্বিতীয়বার বিয়ে করেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে উদয়পুরে বসেছিল জমকালো বিয়ের অনুষ্ঠান। এককথায় বলা চলে স্ত্রী নাতাশার ইচ্ছেতেই হার্দিক তাঁর স্ত্রীয়ের সঙ্গে সামাজিকভাবে বিয়েটা করে নিলেন। নাতাশা অন্তঃসত্ত্বা হওয়ার জেরে তড়িঘড়ি কোর্ট ম্যারেজ সেরেছিলেন দুজনে। সে বছর তিনেক আগের কথা। করোনার জেরে কোনওরকম সেলিব্রেশনও হয়নি। তাই পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে দ্বিতীয়বার বিয়ের পর্ব সারলেন তারকা দম্পতি।
বিয়েতে নাতাশা পরে সাদা রঙের গাউন। তাঁর কাছ থেকে দেখে ফেরানো দায় ছিল। কালো রঙের স্যুট-পন্ট। আরকি দু’র সন্তানও বিয়েতে বিয়ে করেছিল। সোমবার সকাল সকাল শুরু হওয়া যায় এবং ভ্যালিন্স ডরের দিন দুজন আবার সাত পাকে ঘোরেন। দেশ পর নাতাশার ঠোঁতে উষ্ণ চুম্বন দিতে ভোলেন না হার্দিক। ছেলে অগস্ত্যকেও আদর করতে দেখা যায় নবদম্পতিকে।