নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): এখন বাস্তবের মাটিতে প্রেম করার সময় নেই। অনেকে আবার কোনওভাবেই প্রেমের পরীক্ষায় পাশ না করতে পেরে অনলাইনে ডেটের ভরসায় থাকেন। তবে শুধু ডেট কেন, সম্বন্ধ দেখা, বিয়ে সবই হচ্ছে ইন্টারনেটের দৌলতে। কিন্তু শুনতে ভালো লাগলেও, এই পথের সর্বত্র রয়েছে জটিলতা। তাই সতর্ক থাকার চেষ্টা করুন।
বিশেষজ্ঞদের মতে, এই কয়েকটি বিপদ থাকতে পারে অনলাইনে ডেট করার ক্ষেত্রে-
◆কিছু খারাপ মানুষের সঙ্গে আলাপ হতে পারে
◆আপনার টাকা চলে যেতে পারে
◆চরিত্রহানি হতে পারে
◆ব্ল্যাকমেলের শিকার হতে পারেন ইত্যাদি।
এবার থেকে ডেটিং করার সময় এই কয়েকটি বিষয় মাথায় রাখুন।
◆ইন্টারনেটে অনেক সাইটে ভুয়ো মানুষজন থাকেন। তাঁরা আপনাকে ব্যবহার করতে পারেন। তাই চেষ্টা করুন সঠিক সাইটে যাওয়ার। আপনি এমন অনেক ডেটিং বা ম্যাট্রিমনিয়াল সাইট পাবেন যেখানে সঠিক পরিচয়পত্র ছাড়া অ্যাকাউন্ট তৈরি হয় না। তাই এই সাইটগুলির উপর কিছুটা ভরসা রাখা যায় অন্যগুলির তুলনায়। তাই সবার প্রথমে এই বিষয়টি নিশ্চিত করুন।
◆প্রথমেই ফোন নম্বর দিতে যাবেন না। বরং ভরসা করা সম্ভব হলেই এই কাজটা করুন।
◆প্রথমে তাঁর সঙ্গে কথা বলা শুরু করুন দিন। আপনার মনে মানুষটি সম্পর্কে অনেক প্রশ্ন আসবে। সেই সকল প্রশ্ন করে ফেলুন। আর সরল বিশ্বাসে সব মেনে নেবেন না। বরং যাচাই করুন। তারপর আসবে ভালোবাসা।
◆আপনার যদি কারও সঙ্গে কথা বলে সুবিধার না মনে হয়, তবে রিপোর্ট করুন। আপনি রিপোর্ট মারলেই দেখবেন তিনি চুপ করে গিয়েছেন। মনে রাখবেন, এভাবে শুধু আপনি বাঁচলেন না, বরং অন্যদেরও বাঁচালেন। তাই এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন।
◆অনলাইনে কথা শুরু হওয়ার পর দেখা করার জন্য উতলা হবেন না। বরং কিছুটা সময় হাতে রাখুন। মানুষটির সম্পর্কে সবটা জানা সম্ভব হলেই দেখা করতে যান। আর এমন কোথাও যান, যেই জায়গা সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে। দূরে কোথাও যাবেন না।আর ডেটে গিয়ে উলটো পালটা কিছু খাবেন না। সব দ্রুত মিটিয়ে চলে আসুন।
এই সম্পর্ক গাঢ় করে তুলতে, তাঁর সম্পর্কে খোঁজ নিন। তারপর এগোন। এভাবেই নিজেকে বাঁচাতে পারবেন।