Monday, March 24, 2025
Homeখবরতেজস জনকল্যাণ পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনে গননার কারচুপি রুখতে পার্শ্ববর্তী রাজ্যের সরকারি...

তেজস জনকল্যাণ পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনে গননার কারচুপি রুখতে পার্শ্ববর্তী রাজ্যের সরকারি কর্মীদের গননার কাজে নিয়োগের দাবি জানিয়েছে।

তেজস জনকল্যাণ পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনে গননার কারচুপি রুখতে পার্শ্ববর্তী রাজ্যের সরকারি কর্মীদের গননার কাজে নিয়োগের দাবি জানিয়েছে। আজ দলের রাজ্য সভাপতি রুবি গুপ্তা মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে তাদের একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। এরপর সাংবাদিকদের তিনি বলেন, প্রলোভন, ভয় ও বিভিন্ন ভাবে রাজ্য সরকারের কর্মচারীদের উপর প্রভাব বিস্তার করে থাকে শাসক দল। এর ফলে ভোট গণনায় বিস্তর কারচুপি হয় রাজ্যে। তাই গননার সময় স্বচ্ছতা বজায় রাখতে ও ভোট গণনা অনেক বেশি পরিষ্কার ও পরিচ্ছন্ন করতে এই দাবি দলের তরফে জানানো হয়েছে বলে তিনি জানান। এর পাশাপাশি কড়া নিরাপত্তায় একই স্ট্রং রুমে ইভিএম ও ভি ভি প্যাট রাখার দাবি জানান তিনি। ভোটগ্রহণের সময় কোনো গরমিল দেখা দিলে যাতে সংশ্লিষ্ট ভিভি প্যাটকে চিহ্নিত করা যায় সেই জন্যই তাদের এই দাবি বলে তিনি জানান।

অন্যদিকে, ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় যাতে না ওঠে তা নিশ্চিত করতে আলাদা লোক নিয়োগ ও আলাদা পদ্ধতি করার দাবিও দলের তরফে রাখা হয়েছে বলে রুবি গুপ্তা জানিয়েছেন। তিনি বলেন, অঙ্গনওয়ারি কর্মী, আশা কর্মীর মত সরকারি কর্মীরা নিজেদের কাজ করার পাশাপাশি ভোটার তালিকা তৈরির কাজ করে, ফলে তাতে ভুলভ্রান্তি থেকে যায়। ভোটার তালিকায় নাম তোলার কাজের জন্য আলাদা গোষ্ঠী তৈরি করা হোক। ভুয়ো ভোটার দুর করে আরো স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি করা ও এই কাজের জন্য আলাদা লোক নিয়োগের দাবিতে ভারতের নির্বাচন কমিশনকেও তারা চিঠি লিখবেন বলে জানান।

রুবি গুপ্তা বলেন, ভুয়ো ভোটার নিশ্চিহ্ন করতে মুখ্যমন্ত্রী ও তার প্রশাসনই পারবে যদি তাদের সদিচ্ছা থাকে। নিশ্চিতভাবেই ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে। কমিশনের এখানে কিছু করার নেই।

মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, জাতীয় নির্বাচন কমিশনকে তাদের পেশ করা দাবিগুলি সুপারিশ করবেন ও সেটা যাতে কার্যকরী হয় তা দেখবেন, এমনটাই তাদের আশ্বস্ত করেছেন রুবি গুপ্তা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments