নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): ভাইজান এবং বাদশার জুটি মানেই সুপার হিট। তিন দশক আগেই সালমান খান এবং শাহরুখ খানের ‘করণ-অর্জুনে’র জুটি প্রথম দর্শকের সামনে এসেছিল।দর্শকেরা যে তাঁদের একসঙ্গে দেখতে পছন্দ করেন এটা আর বলার অবকাশ রাখে না। দর্শকের চাহিদা মতোই সালমানের “টিউবলাইট’-এ’ শাহরুখের ক্যামিও চরিত্র ছিল। তবে তারপর আর একবারও একসঙ্গে তাঁদের দেখা যায় নি তাঁদের। বরং শোনা গিয়েছিল দুই খানের মধ্যে বন্ধুত্ব নয় বিবাদ রয়েছ।
তবে এই বিবাদ কি কাটল ? নাকি বিবাদ ছিলই না ? এই বিষয়কে ঝাপসা করে ‘পাঠান’ এলো দর্শকের সামনে। আর সেখানেই একসাথে দেখা গেল বাদশা এবং ভাইজানকে। শাহরুখের ‘পাঠান’ ছবিতে ‘টাইগার’ হয়েই এলেন সালমান। আবার যাওয়ার সময় বলেও গেলেন ‘পাঠান’ তুমি বেঁচে থেক, ‘টাইগারে’র তোমাকে দরকার হবে’। সামনেই মুক্তি পেতে চলেছে ‘টাইগার-৩’। এখান দর্শক আশা করতে শুরু করেছে সেখানে আবার ‘পাঠান’কে দেখা যাবে। তবে কিভাবে ? সেটা এখন সময়ের অপেক্ষা।শাহরুখ বলেছেন, ‘তাঁর ছবিতে টাইগারের উপস্থিতি একটা উপহার স্বরূপ ছিল। আমি জানি ভক্তরা আমাদের একসাথে দেখার জন্যে অপেক্ষা করে ছিলেন, এবং অবশেষে আমরা একসাথে এসেছি এটা খুব আনন্দের, ভাইয়ের সাথে খুব মজা করেছি, এটা আমার কাছে একটা স্মৃতি হিসেবে থাকল’। একই ভাবে সালমান খানও জানিয়েছেন যে, ‘শাহরুখ এবং আমি বড় পর্দায় একসাথে আসার জন্য, একটি বিশেষ চলচ্চিত্রের প্রয়োজন ছিল এবং আমি খুশি যে ‘পাঠান’ সেই চলচ্চিত্র। যখন আমরা “করণ-অর্জুন” করেছি, তখন সেই সিনেমা একটি ব্লকবাস্টার ছিল এবং এখন ‘পাঠান’, যা YRF এর স্পাই ইউনিভার্সের অংশ, এটিও ব্লকবাস্টার সিনেমা হয়ে উঠেছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম যখন আদি ( পরিচালক আদিত্য চোপড়া) আমাকে সিকোয়েন্সটি বর্ণনা করেছিলেন এবং আমাকে আর শাহরুখকে আবার পর্দায় একসাথে আনার জন্য ভেবেছিলেন’।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে
দুই খানের পাশাপাশি অভিনয় করেছেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন । এখনও পর্যন্ত ছবিটি হিন্দি চলচ্চিত্রের দ্বারা সর্বকালের সর্বোচ্চ ছবি হয়ে উঠেছে যখন বলিউডের ভবিষ্যত্ নয় বরং বর্তমান নিয়েই চিন্তার মেঘ তৈরী হয়েছে। সেখানে বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকা আয় করেছে এই “পাঠান”(Pathaan)।