Wednesday, October 16, 2024
HomeUncategorized‘দিদির দূত’ জ্যোতিপ্রিয় মল্লিক গিয়েছিলেন গাইঘাটা, পেলেন অভিনব আবেদন 

‘দিদির দূত’ জ্যোতিপ্রিয় মল্লিক গিয়েছিলেন গাইঘাটা, পেলেন অভিনব আবেদন 

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। আর এই কর্মসূচির প্রচার করতে পথে নেমেছেন ‘দিদির দূত’রা। বিভিন্ন জায়গায় ‘দিদির দূত’দের আবার হতে হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি। বহু জায়গায় ‘দিদির দূত’দের ঘিরে সাধারণ মানুষ বিক্ষোভ জানাচ্ছে। ‘দিদির দূত’ হিসেবে পথে নেমেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার তিনি ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির প্রচারের উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ধর্মপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তরঙ্গহাটি গ্রাম এলাকায় যান। আর সেখানে গিয়ে তিনি এক অভিনব আবেদন পেলেন।

জানা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রামের মানুষের কাছে তাদের অভাব অভিযোগ শুনছিলেন, সে সময় গ্রামেরই এক বাসিন্দা গীতা সরকার জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে পেয়ে আবেদন করেন তাঁর বৌমাকে ফিরিয়ে দেওয়ার। জানা গিয়েছে, গীতা সরকার নামের ওই বৃদ্ধার ছেলের সঙ্গে ১৫ বছর আগে বিয়ে হয়েছিল হরিণঘাটার মাঝেরগ্রাম এলাকার স্বপ্না সরকারের। কিন্তু ৭ বছর আগে গীতা সরকারের বৌমা স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে পুলিশের কাছে যান এবং তারপর ফিরে যান বাপের বাড়ি। সেই বৌমাকেই এবার শাশুড়ি ফিরিয়ে আনতে চান।

আর বৌমাকে ফিরিয়ে আনতে তিনি আবেদন রাখলেন খোদ মন্ত্রীর কাছে। তবে আবেদন শোনার পর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, পারিবারিক ব্যাপারে তাঁর কিছু করার নেই। তবে তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে এই বিষয়টি মিটিয়ে দেবার কথা বলেছেন বলে জানান। ‘দিদির দূত’ জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে পেয়ে এলাকাবাসীরা আরও নানান অভিযোগ জানান বলে জানা গিয়েছে। সমস্ত অভিযোগের কী সুরাহা হয়, এখন সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments