Sunday, September 15, 2024
Homeরাজনৈতিকদিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন কৃষ্ণ কল্যাণী, খোলসা করলেন দলবদলের কারণ

দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন কৃষ্ণ কল্যাণী, খোলসা করলেন দলবদলের কারণ

নিজস্ব প্রতিনিধি(রজত রায়); দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অনেক দিন আগেই। হাতে তুলে নিয়েছেন ঘাসফুল শিবিরের পতাকা। তৃণমূলের হয়ে নেমেছেন ময়দানে। তবে কেন তিনি বিজেপি ছেড়েছিলেন সে বিষয়ে কখনই কিছু বলেননি। অবশেষে মুখ খুললেন কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার রায়গঞ্জে একটি রাস্তার শিলান্যাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
সেখানেই উঠে আসে দিলীপ ঘোষ প্রসঙ্গ। বলেন, ‘আপনারা আমাকে বিশ্বাস করে বিধায়ক করেছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর কাজ করতে পারছিলাম না।’ দিলীপ ঘোষকে নিশানা করে বলেন, ‘একদিন হেস্টিংসে বৈঠকে গিয়েছিলাম। সেখানে আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, নিজের স্পিড যদি ঘণ্টায় ৭০ কিলোমিটার হয়, আর জেলার যদি ৪০ হয়, সেক্ষেত্রে নিজেদেও জেলার স্তরে নামতে হবে। অর্থাৎ দ্রুত গতিতে কাজ করা যাবে না। মানুষের কাজ করলেই ভোটে জেতা যায় না। আন্দোলন প্রয়োজন।’ রায়গঞ্জের বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতের রাহুল সিনহা বলেন, ‘ওনাকে মানুষ ভোট দিয়েছিল বিজেপির জন্য। উনি জিতে গিয়ে দলটা পালটে ফেললেন। এটা প্রতারণা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments