নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার)রাহুল গান্ধীকে দিল্লির বাংলো খালি করার নির্দেশ দিল লোকসভার হাউজিং কমিটি। সংসদের সদস্য হিসেবে যে বাংলো রাহুলকে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সাংসপদ খারিজির পরই সেই দলের প্রাণপ্রাক্তন নেতাকে বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য ‘ডেডেলাইন’ বা সময়সীমাও বেঁধে সর্দার লোকসভার কমিটি। বাংলো খালি করতে এক মাস সময় পাবেন রাহুল।
২০০৫ সাল থেকে লুইটেন্স দিল্লির ১২ তুঘলক লেনের বাহুংলোয় থাকেন রাহুল। ১৮ বছর ধরে তাঁর গ্রামের যে বাংলো বরাদ্দ করা হয়েছে, তা ছেড়ে দিতে রাহুলের হাতে এক মাস সময় দেওয়া হয়েছে। যে বাংলো দফতরও চালাতেন নিজের প্রাণপ্রাক্তন থেকে। অধিকারের সঙ্গে অবহিত এক আধিকারিক লেখক, ‘রাহুলকে ঠিক জায়গাটা ফাঁকা দিতে বলা হয়েছে।’
মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে গতকাল রাহুলকে ২ জেলের সাজা শুনে গুজরাত সুরত জেলা আদালত। তারই জনপ্রতি সংবিধানের ১০২(১)- অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পদ রাহুংসদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
সাংসদ পদ খারিজ পরের বার বার ৫টা ২৭ মিনিট নাগাদ টুইট সানিয়া-পুত্র। ভয় করছি, ”দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। এর পর, শনিবার প্রতিনিধি প্রতিনিধি রাহুল বলেন, মোদী আদানি সম্পর্কে সংসদে প্রশ্ন উঠতে নিশানা করা হয়েছে তাঁকে। তিনি এ-ও জানান যে, সংসদে তাঁর পরের বক্তা নিয়ে ভীত, তাই তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছে।