নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :১৭ই মে দিল্লি পাবলিক স্কুল, বারাসাত কর্তৃক আয়োজিত বাৎসরিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান “ইন্সিগনিয়া ২০২৪-২৫” অনুষ্ঠিত হলো বারাসাতের রবীন্দ্রভবনে। অনুষ্ঠানে স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের স্কলার ব্যাচ পরিয়ে সম্মানিত করা হয়।
এই বিশেষ অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জয়িতা মজুমদার। তাকে সহযোগিতা করেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মীবৃন্দরা।
অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে, যা দর্শকদের মন জয় করে নেয়। সমাপ্তি হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্দেশীয় মানবাধিকার কাউন্সিল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ স্টেট বোর্ডের যুগ্ম সম্পাদক রাজিব সেন । বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয়। তিনি কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।
অনুষ্ঠান শেষে রাজিব সেন জানান, এমন একটি গর্বজনক অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও তিনি বিদ্যালয়ের পাশে থাকবেন এবং সংবিধান অনুযায়ী মানুষের প্রাপ্য অধিকারগুলি সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন।
বিদ্যালয়ের এই আয়োজনে উপস্থিত সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা অনুষ্ঠানটির প্রশংসা করেন এবং ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।