নিজস্ব সংবাদদাতা, সম্পা ঘোষ:দীঘার উত্তাল সাগরতীরে এবার গুঞ্জরিত হবে এক নতুন ভক্তিমূলক সুর—“চল চল চলরে দীঘায়, সাগরের তীরে”। প্রভু জগন্নাথের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তির আবেগে লেখা ও সুরারোপিত এই গানটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Nilabha Entertainment-এ।
এই গানটির রচয়িতা বিশিষ্ট গীতিকার সব্যসাচী মহাশয়, সুর ও কণ্ঠে রয়েছেন উদীয়মান সঙ্গীতশিল্পী শুক্লা দে। এটি তাঁর প্রথম সুরারোপিত গান, যা তাঁর ভক্তি ও সৃষ্টিশীলতার এক অভিনব প্রকাশ। গানটির সংগীত পরিচালনায় রয়েছেন সন্তূ দাস।
শিল্পীর কথায়, “দীঘাতে যেমন সাগরের দিকে তাকিয়ে দু’চোখ মুগ্ধ হয়ে যায়, ঠিক তেমনই জগন্নাথদেবের দর্শনে মনের গভীরে সৃষ্টি হয় এক অপার শান্তি। এই গান সেই অনুভবেরই প্রতিচ্ছবি।”
যারা নানা কারণে পুরী যেতে পারছেন না, তাঁদের জন্যই যেন এই গান—দীঘার তীরে দাঁড়িয়েও জগন্নাথদেবের সান্নিধ্য অনুভব করার এক অপূর্ব মাধ্যম। গানটিতে যেমন দীঘার সৌন্দর্যের আবেশ, তেমনই রয়েছে এক গভীর ভক্তির প্রতিফলন।
শীঘ্রই প্রকাশ পাচ্ছে এই অনন্য ভক্তিগীত। সকল শ্রোতার কাছে অনুরোধ—নতুন এই গানটি শুনে, ভক্তির অনুভবে ভাগীদার হোন।