Tuesday, November 12, 2024
HomeSample Page

Sample Page Title

দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীদের মহাজোটের ডাকে আগামী ১৬ ই জানুয়ারি ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে একটি মহা সমাবেশ এবং গণ কনভেনশন হবে এমটাই জানিয়েছেন মহাজোটের রাজ্য নেতৃত্ব সুদীপ মন্ডল ও আশিস খামরই- রা । তারা জানিয়েছেন যে, হাওড়া, শিয়ালদহ, কলেজ স্কোয়ার থেকে চাকরি প্রার্থীদের মহাজোটের মিছিল এসে ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে মিলিত হবে এবং দুপুর ১২ টা থেকে মহা সমাবেশ এবং গণ কনভেনশন শুরু হবে। উক্ত মহা সমাবেশে সকল বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, মানবাধিকার কমিশনের সদস্যগণ সহ রাজ্যের সকল শুভ বুদ্ধি সম্পন্ন জনগণকে অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের মহাজোটের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে । রাজ্যে বিভিন্ন বিভাগে নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির ফলে হাজার হাজার বঞ্চিত চাকরি প্রার্থীগণ তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে যেমন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তেমনি ধর্মতলা গান্ধীমূর্তির পাদদেশ থেকে শুরু করে মাতঙ্গিনী মূর্তির পাদদেশ সহ কলকাতার বিভিন্ন স্থানে বঞ্চিত চাকরি প্রার্থীগণ ধর্ণা চালিয়ে যাচ্ছেন।যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে পরিচালিত নবম-দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীগণ যেমন ৬৬৮ দিন ধরে ধর্ণায় বসে আছেন, তেমনি অন্যান্য বঞ্চিত কর্মপ্রার্থীদের মঞ্চ গুলির ধর্ণা কোনো টা ১০০ দিন, আবার কোনো টা ২০০ দিন ধরে চলছে এমনটাই জানা যাচ্ছে। সকল স্তরের চাকরি প্রার্থীদের একটাই দাবি,তারা দুর্নীতির কারণে বঞ্চিত, তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়া হোক। অবিলম্বে তাদের চাকরিতে নিয়োগ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments