Tuesday, October 15, 2024
Homeখবরদেড় হাজার কোটির মালিক! সম্পত্তির নিরিখে কি অর্পিতাকেও পেছনে ফেলবেন হৈমন্তী?

দেড় হাজার কোটির মালিক! সম্পত্তির নিরিখে কি অর্পিতাকেও পেছনে ফেলবেন হৈমন্তী?

নিজস্ব প্রতিনিধি(রজত রায়)নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। কুন্তল ঘোষের মুখেই শোনা গেছে রহস্যময়ী এই নারীর কথা। সেই নারীর পরতে পরতে রয়েছে রহস্য। তদন্তকারী আধিকারিকরা যতই ঘটনার নেপথ্যে যাচ্ছেন ততই খুলছে জট। অভিনেত্রী তথা মডেল হৈমন্তীর বিভিন্ন সম্পত্তি ও গোপাল দলপতির সঙ্গে যৌথ পরিচালনায় সংস্থার হদিস ইতিমধ্যেই মিলেছে। সূত্রের খবর দেড় হাজার কোটি টাকা পর্যন্ত সম্পত্তির মালিক হতে পারেন হৈমন্তী। অর্থাৎ অপা কাণ্ডের ছায়া এবার গোপাল হৈমন্তীর আবির্ভাবে। ওয়াকিবহালের মতে, এই গোপাল-হৈমন্তী হতে পারেন আস্ত বটগাছ। আর সেই বটগাছের শিকড়ে জড়িয়ে রয়েছে কেলেঙ্কারির বীজ।
যদিও গোপাল দলপতির দাবি, হৈমন্তী নিরাপরাধ। তাঁকে ইচ্ছাকৃত ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্রের শিকার তাঁর দ্বিতীয় পত্নী। যদিও কুন্তল ঘোষ দাবি করেছেন, ‘তদন্ত ঘোরানোর জন্যই এসব কথা বলছেন গোপাল। যা টাকা আছে তা সমস্তই আছে গোপাল দলপতি এবং তার স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments