নিজস্ব প্রতিনিধি(সতীশকুমার): এই পৃথিবীতে কত কিছুই রয়েছে যা আমাদের অজানা। আমাদের পক্ষে কোনো দিনই এই বিশ্বের সব টুকু জানা সম্ভব ও নয়। আমরা খুব বড়ো জোর যতটুকু আবিষ্কৃত তত টুকুই জানতে পারি। যেমন আমরা কিছুদিন আগে জেনেছিলাম আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বড় স্টেশন কোনটা, বা কোন স্টেশনের নাম সবচেয়ে বড়।কিন্তু আজকের প্রতিবেদনে এমন একটা স্টেশন নিয়ে আলোচনা করবো যে স্টেশনটি একটি নদীর উপর বানানো হয়েছে। সেই নদীর উপর দিয়ে চলে গেছে রেল লাইন। এরকম দৃশ্য সাধারণত দেখা যায়না। কিন্তু কামরূপ অথবা সরাইঘাট এক্সপ্রেসে চেপে ঘুরতে বেরিয়ে এই স্টেশন ও তার নিচ দিয়ে বয়ে চলা নদী ঠিক চোখে পড়বে।
অনেকেই এই ব্যাপারে জানেন না, কিন্তু আমরা আপনাদের জানাবো সেই সম্পর্কে। এই নদী অসমে অবস্থিত একটি নদী। এই স্টেশনের নাম নিউ বনগাইগাঁও স্টেশন। যা ভারতের এক অনন্য স্টেশন। সেখানে নদীর ওপরেই গড়ে উঠেছে আস্ত একখানা স্টেশন।
স্থানীয় তুনিয়া নদীর ওপর তৈরী হয়েছে স্টেশনটি। স্টেশনের মাঝখান দিয়েই বয়ে গিয়েছে নদীটি। তার ওপর ব্রিজ বানিয়ে স্টেশন গড়ে তোলা হয়েছে। এই স্টেশনটি সারা ভারতের উল্লেখ্যযোগ্য হলেও এই স্টেশনের নিচে বয়ে যাওয়া নদীটি মোটেই ভালো অবস্থায় নেই।বর্ষাকাল ছাড়া সেখানে জল বয়না সেরকম। এছাড়া যাত্রীরা নিজেদের নোংরা ফেলার কাজে ব্যবহার করছেন সেই নদীকে। তবুও এমন নদীর উপর স্টেশন সারা ভারতের মধ্যে এই একটাই রয়েছে। যা ভারতের এক অনন্য কীর্তি বলেই পরিচিত।