নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): দেশের বিভিন্ন বিভাগের সরকারের মন্ত্রীদের ব্যাপারে জানবার আগ্রহ সাধারণ মানুষের। রাজনৈতিক নেতা হলেই নাকি কোটি কোটি টাকা রোজগার করা যায়। কিন্তু জানেন কি দেশের বিভিন্ন রাজ্য সরকারের মন্ত্রীদের ৮৭ শতাংশ কোটিপতি হলেও তোদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা।অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম একটি রিপোর্ট থেকে জানানো হয়েছে দেশের আঠাশটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৮৭ জন মন্ত্রীর মধ্যে ৫৫৮ জন মন্ত্রীর সম্পত্তি এবং ফৌজদারি মামলার রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে ৪৮৬ জন কোটিপতি।২৩৯ জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। গত নির্বাচনের প্রতিদ্বন্দিতা করবার সময় তারা যে নমিনেশন পেশ করেছে সেখানে জানানো হয়েছে তামিলনাড়ু তেত্রিশ জন মন্ত্রীর মধ্যে ২৮ জন, হিমাচল প্রদেশের নয় জন মন্ত্রীর মধ্যে সাত জন তেলেঙ্গানার ১৭ জন মন্ত্রীর মধ্যে ১৩ জন, পাঞ্জাবের ১৫ জন মন্ত্রীর মধ্যে ১১ জন, বিহারে ৩০ জন মন্ত্রীর মধ্যে ২১ জন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে বলে জানা গিয়েছে।এমনকি এদের মধ্যে কেউ কেউ আবার হত্যা মামলায় দোষী সাব্যস্ত। বিভিন্ন রাজ্যের বিধানসভা গুলিতে যে মন্ত্রীরা আছেন তাদের সম্পত্তির গড় পরিমাণ ১৬.৬৩ কোটি। যে ২৩৯ জন মন্ত্রী রয়েছেন তাদের গড় সম্পদ ২১.২১ কোটি টাকা। মহারাষ্ট্রে এই মন্ত্রীদের সংখ্যা সবচেয়ে বেশি কুড়িজন মন্ত্রীর মধ্যে তেরো জনের বিরুদ্ধে এই হত্যার মামলা রয়েছে।এরপরই রয়েছে ঝাড়খন্ড তেলেঙ্গানা বিহার তামিলনাড়ু পাঞ্জাব। প্রতিবেদনে জানা গিয়েছে বিভিন্ন রাজ্যের বিধানসভা গুলিতে যে মন্ত্রীরা রয়েছেন তাদের সম্পত্তির পরিমাণ ১৬.৬৩ কোটি টাকা। মন্ত্রীদের সর্বোচ্চ গড় সম্পদের সবার আগেই রয়েছে কর্ণাটক। ২৭ জন মন্ত্রী সম্পত্তির পরিমাণ ৭৩.০৯ কোটি টাকা।
তবে সব থেকে কম সম্পদ রয়েছে ত্রিপুরার মন্ত্রীদের ১১ জন মন্ত্রীর গড়তাদের সম্পত্তির পরিমাণ ১৬.৬৩ কোটি টাকা। মন্ত্রীদের সর্বোচ্চ গড় সম্পদের সবার আগেই রয়েছে কর্ণাটক। ২৭ জন মন্ত্রী সম্পত্তির পরিমাণ ৭৩.০৯ কোটি টাকা।
তবে সব থেকে কম সম্পদ রয়েছে ত্রিপুরার মন্ত্রীদের ১১ জন মন্ত্রীর গড় সম্পত্তি ২.৬৭ কোটি টাকা। অরুণাচল প্রদেশ ছত্রিশগড় গোয়া হরিয়ানাহিমাচল প্রদেশ কর্নাটক মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যের বেশিরভাগ মন্ত্রীরাই হচ্ছেন কোটিপতি। এরমধ্যে মহিলা মন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। অরুণাচল প্রদেশ দিল্লি মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় গোয়া হিমাচল প্রদেশ মহারাষ্ট্র এবং সিকিমের বিধানসভায় একজন মহিলা মন্ত্রী নেই।