Saturday, November 2, 2024
Homeরাজনৈতিকদোলের দিনই দিল্লি সফর অনুব্রতর, তিহাড় জেলের বাসিন্দা হতে মাত্র কয়েক ঘন্টা...

দোলের দিনই দিল্লি সফর অনুব্রতর, তিহাড় জেলের বাসিন্দা হতে মাত্র কয়েক ঘন্টা দেরি

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): (শেষরক্ষা আর হল কোথায়? গত বছর রাখি পূর্ণিমার দিন সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল। এবারও ঠিক দোল পূর্ণিমার দিন থাকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কার কথা বলা হচ্ছে আশা করি বুঝতেই পারছেন? আজ্ঞে হ্যা বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কথাই বলা হচ্ছে।
বহুবার জামিনের আবেদন করা হলেও মেলেনি তার কোনো উত্তর। আর সেই কারণেই তার দেহরক্ষীর মতো তাকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি। আজ মঙ্গলবার কেষ্টকে নিয়ে দিল্লি রওনা দেবে ইডি। তবে তার আগে তাকে নিয়ে আসা হবে কলকাতায়।
ইডির এই কাজটা খুব সহজ ছিল না, তবে আসানসোলের বিশেষ আদালত অনুব্রত মণ্ডল কে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। আজ সকাল ৬ টা ৫২ নাগাদ আসানসোল জেল থেকে তাকে বের করা হয়। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে তাকে নিয়ে আসা হয় কলকাতায়।এরপরেই তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে স্বাস্হ্য পরীক্ষা করা হয়। আর সেখানে তার সমস্ত কিছু ঠিক থাকলেই নিয়ে যাওয়া হবে তাকে দিল্লিতে। কিন্তু অবাক করার বিষয় হলো অনুব্রত মণ্ডলকে সমর্থন করার জন্য কোনো তৃণমূলের সমর্থককে দেখা যায়নি জেলের বাইরে।
একটা সময় যে অনুব্রত মণ্ডলের এক ডাকে ভিড় জমে যেত , সেখানে আজ উল্টো চিত্র। তাহলে তৃণমূলের থেকে কি দূরত্ব বাড়াচ্ছে অনুব্রত মন্ডল? স্বাভাবিকভাবেই এই নিয়ে বিরোধীরা মুখ খুলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments