Monday, March 24, 2025
Homeকলকাতাদ্বিতীয়তম বর্ষ SIKF স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫

দ্বিতীয়তম বর্ষ SIKF স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :১৯শে জানুয়ারি স্বামীজি সংঘের ক্লাব প্রাঙ্গনে ‘শোটোকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন’ (SIKF) ইউনিটের সমগ্র খেলোয়ারদের নিয়ে স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল। দ্বিতীয়তম বর্ষে এই দুদিন ব্যাপী খেলায় সারা রাজ্য থেকে প্রায় ৪০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রধান প্রশিক্ষক ও ক্যারাটে বেঙ্গল-এর এর সাধারন সম্পাদক শিহান জয়দেব মন্ডল জানালেন, ১৯৯৩ সাল থেকে পাতিপুকুর স্বামীজি সংঘের মাঠে প্রশিক্ষণ দিয়ে ছেলে মেয়েদের তৈরি করছেন।SIKF’-এর উদ্দেশ্য এই ছেলেমেয়েদের ভবিষ্যত গড়া
‘SIKF’-এর স্টুডেন্টসরা ন্যাশনাল খেলে গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্চ মেডেল অর্জন করেছেন।
‘শটকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন’-এর দ্বিতীয়তম বর্ষ ওয়েস্ট বেঙ্গল স্টেট চ্যাম্পিয়শিপ। বিভিন্ন সময় ইউনিট ভিত্তিক টুর্নামেন্টে হয়, ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল বয়স এবং ওয়েট অনুযায়ী বিভাগে খেলার প্রতিযোগিতা হয়।
দ্বিতীয়তম বর্ষে এই দুদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ দমদম পৌরসভা পৌরপ্রধানসঞ্জয় দাস,পৌরপ্রধান কৃষ্ণপদ দত্ত সহ অন্যান্য বিশিষ্টব্যক্তিরা।প্রধান প্রশিক্ষক জয়দেব মন্ডল (৭ম ডিগ্রি ব্ল্যাক বেল্ট),সাধারণ সম্পাদক বৈশাখী দাস।ISKF বিশ্বব্যাপী ছাত্র এবং অনুশীলনকারীদের সংযুক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments