নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): দেশের মধ্যে যেকোনো ভাইরাসের উদ্ভব হোক না কেন? সবার প্রথমে কিন্তু সেটা কেরলের দিকেই হানা দেয়। করোনা ভাইরাসের ক্ষেত্রেও একই দৃশ্য লক্ষ্য করা গেছে। এবারও ঠিক একই সম্প্রতি কেরলে আক্রান্ত হয়েছে ১৯ জন শিশু নোরোভাইরাসে। আর সেটা নিয়ে দারুণ ভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।এটা আবার কোন নতুন ভাইরাসের হামলা দেখা দিচ্ছে সেটা সত্যি চিন্তার বিষয়। শিশুদের আক্রান্ত হওয়া নিয়ে উদ্বেগের কারণ আরও বেশী। ইতিমধ্যেই প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিশুদের ক্লাস অফলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এনার্কুলাম জেলার একটি স্কুলের ১৯ জন পড়ুয়া এই নোরোভাইরাসে সংক্রামিত হয়েছে।যাদের ইমিউনিটি কম তাদেরকেই আক্রমন করছে এই ভাইরাস। কেরল সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই শিশু ও বয়স্কদের প্রতিরোধক ক্ষমতা কম থাকে, আর তাদেরকেই এই ভাইরাস আক্রমণ করছে। পেটের অসুস্থতা ঘটানো ভাইরাসের গোত্রের সাথে এর মিল পাওয়া যাচ্ছে।এই ভাইরাস নাকি একেবারে ছোঁয়াচে, মূলত খাবার ও জলের মধ্যে এই ভাইরাস দেহে প্রবেশ করছে। এটা অবশ্য নতুন নয়, এর আগে ২০২১ সালে নাকি কেরলেই প্রথম নোরোভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল। সেবার নাকি ৯০০ জনের মতো আক্রান্ত হয়েছিল।
নোরোভাইরাসের থেকে বাচার জন্য বলা হচ্ছে বারবার হাত ধোয়ার কথা। বাইরে থেকে খাবার কিনে খাওয়ার সময় দেখে নিতে হবে তার হাইজিন মেন্টেন হচ্ছে কি… তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সচেতন থাকুন।