Wednesday, November 12, 2025
Homeকলকাতানতুন বই 'ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক'-এর মাধ্যমে সামাজিক প্যাটার্ন ও অগ্রগতির প্রশ্ন...

নতুন বই ‘ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক’-এর মাধ্যমে সামাজিক প্যাটার্ন ও অগ্রগতির প্রশ্ন উত্থাপন করলেন দেবাসিস (ডিবি) ভৌমিক

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ ১০ জুলাই, ২০২৫:বিশিষ্ট লেখক, উদ্যোক্তা এবং চিন্তাবিদ দেবাসিস (ডিবি) ভৌমিক তার চতুর্থ বই ‘ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোরে। কানাডা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে লেখক নতুন বইটি সম্পর্কে তার ভাবনা ও দর্শন তুলে ধরেন।

বইটির কেন্দ্রে রয়েছেন উমা—একজন ভারতীয় নারী, যিনি ভারতের স্বাধীনতার ঠিক আগে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রায় আট দশক ধরে সমাজের বিভিন্ন ধরণের প্যাটার্ন বা ধরণ, আদর্শ এবং সামাজিক রীতিনীতির বিরুদ্ধে লড়াই করেছেন। বইটি তার নিরলস প্রচেষ্টা, আত্মসমর্পণ, গ্রহণযোগ্যতা এবং বিজয়ের অনুপ্রেরণামূলক কাহিনী তুলে ধরে।

নিজের বক্তব্যে ভৌমিক বলেন, “প্যাটার্ন বা ধরণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এগুলোরও একটি মেয়াদোত্তীর্ণ তারিখ থাকে। যখন ধরণগুলি অনমনীয় হয়ে পড়ে, তখনই এগুলো পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়ায়।” তিনি আরও বলেন, উমা প্রতীকী চরিত্র, যিনি বিশ্বব্যাপী অসংখ্য নারীর প্রতিনিধিত্ব করেন, যারা নিয়ম ভেঙে নতুন পথ তৈরি করেছেন।

বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও লেখক দেবারতি গুপ্ত, খ্যাতনামা শিল্পী বিজয়লক্ষ্মী বর্মণ এবং পুরস্কারপ্রাপ্ত কবি ও পণ্ডিত সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। তারা প্রত্যেকেই বইটির সময়োপযোগী বিষয়বস্তু, ক্ষমতায়নের বার্তা এবং সামাজিক প্যাটার্ন ও অগ্রগতির মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

এই সাহিত্যিক আয়োজন সামাজিক পরিবর্তন, প্যাটার্ন চ্যালেঞ্জ করা এবং ব্যক্তিগত ও সামাজিক অগ্রগতির গুরুত্ব নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে।

দেবাসিস ভৌমিকের লেখা আগের বইগুলির মধ্যে রয়েছে বেস্টসেলার ‘লিডারশিপ ৪.০’, ‘লেটস ডু ইট রাইট – ডাইভার্সিটি অ্যান্ড ইক্যুইটি’ এবং জীবনদর্শনভিত্তিক উপন্যাস ‘আমোর – বিয়িং ইন লাইফ’। তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ এবং উত্তর আমেরিকার বহু ফরচুন ১০০ সংস্থার সঙ্গে কাজ করেছেন এবং তার বইগুলোতে জীবনের বাস্তব অভিজ্ঞতা ও দর্শনের প্রতিফলন দেখা যায়।

‘ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক’ ইতিমধ্যেই পাঠকমহলে আলোড়ন তুলেছে এবং সমাজ, সংস্কৃতি ও অগ্রগতির প্রশ্নে নতুন দৃষ্টিভঙ্গি আনতে সক্ষম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments