Wednesday, October 16, 2024
Homeরাজনৈতিকনাড্ডাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জয়, বাড়ছে জল্পনা

নাড্ডাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জয়, বাড়ছে জল্পনা

নিঝস্ব প্রতিনিধি(রজত রায়): জেপি নাড্ডাকে (জেপি নাড্ডা) স্বগত জানাতে বন্দ্যোপাধ্যায় জয়পাধ্যায়। আর এই ভোটই ভোটের মত চমকে জয় (বিজেপি) নিজেকে। নিয়মিতভাবে তিনি তৃণমূলে যোগদান করতেও তৃণমূল সমর্থিত ব্যবসায়ী সংস্থা আইএনটিইউসির নাট্যমঞ্চে দেখা স্বাধীন জয়কে। এক ব্যক্তি তাঁকে মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন। যদিও এ নিয়ে খুব একটা অনুশীলন হয়েছে। তিনি আদৌ ফুল বদল করেছেন সে সম্পর্কে সঠিকভাবে জানাতে।
শনিবার জগপ্রকাশ নাড্দ্র দমদমকে স্বাগত জানিয়েছিলেন সুকান্ত মজুমদার- সহ সদস্য দলগতরা। ছিলেন বঙ্গ যুদ্ধর প্রাক্তন সহ প্রতাপ বন্দ্যোপাধ্যায়ও। আর সেখানেই চমকে দেওয়া উপস্থিতি ছিল জয় বন্দ্যোপাধ্যায়ের। খুব আনন্দের জল্পনা শুরু হয়, তেলে ফুল বদল করে আবার হাজিরা? বিপ্লব মনে মনে প্রশ্ন, কেন তিনি নাড্ডাকে স্বাগত জানান? আপনার নাম দেওয়া? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তরফেক জানাতে। মুখ খোনি জয় বন্দ্যোপাধ্যায়।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments