নিজস্ব প্রতিনিধি(রজত রায়): এবার পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক কুন্তল ঘোষ। ইডি সূত্রে খবর, যুব তৃণমূল নেতার দাবি, জেলের মধ্যেই তাঁকে রীতিমতো শাসিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডির কাছে কুন্তল দাবি করেন, পার্থ তাঁর কাছে জানতে চান, কেন তাঁর নাম বলা হয়েছে ?
কুন্তল কি তাঁকে টাকা দিয়েছেন বা অফার করেছেন, জানতে চান পার্থ।
প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্পর্কে কুন্তলের বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
উল্লেখ্য, এদিকে ‘কালীঘাটের কাকু’ নিয়ে অবস্থান বদল করেছেন কুন্তল। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তাঁর দাবি, ‘কাকু বলতে আমি আমার বাবার ভাইকে বুঝি। কালীঘাটের কাকুকে চিনি না।’ উলটোদিকে আবার তাপস মণ্ডলের দাবি, ‘কালীঘাটের কাকু’ সম্পর্কে সব জানে কুন্তল। আমি কিছু জানি না। ওকে জিজ্ঞেস করুন। সবমিলিয়ে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে।