Wednesday, October 16, 2024
Homeকলকাতানিউটাউন নজরুলতীর্থে 'SMELL' বাংলা প্রিমিয়ার শো হলো।

নিউটাউন নজরুলতীর্থে ‘SMELL’ বাংলা প্রিমিয়ার শো হলো।


নিজস্ব সংবাদদাতা মৌ ঘোষ :৬ই সেপ্টেম্বর নিউটাউনের নজরুলতীর্থে বাংলা চলচ্চিত্র ‘স্মেল’ (SMELL) -এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো।’রাজশ্রী এন্টারটেনমেন্ট প্রেজেন্ট’
অরুদিপ্ত দাশগুপ্ত পরিচালিত এবং রাজ মল্লিক ও কাকলি গুপ্ত প্রযোজনা ‘স্মেল’ (SMELL)একটি বাংলা থ্রিলার সিনেমা।
এটি একটি সাসপেন্স মার্ডার মিস্ত্রি স্টোরি, একটা গন্ধ কে উদ্দেশ্য করে সল্য ( সমদর্শী দত্ত ) তাঁর অ্যাসিস্ট্যান্ট কে নিয়ে খুনিকে ধরে, কিভাবে ধরা পড়লো সেটাই এখন দেখার। ফায়ার অথরিটি পুলিশ অফিসার( রাজেশ শর্মা ) কেস পাওয়ার পর দ্বারস্থ হন সল্যর কাছে। সায়ন্তন পান্ডা( অনিন্দ্য চ্যাটার্জী ) বলে একজন ব্যক্তি দুর্বারের ফটো কেনাবেচা করত, এই দুর্বারের আকস্মিক মৃত্যু নিয়েই শুরু হয় তদন্ত, এবার দেখার বিষয়, একটা গন্ধ কে কেন্দ্র করে কি করে সল্য ও তার অ্যাসিস্ট্যান্ট এই কেসটিকে সমাধান করেন।
কাকলি গুপ্তা আরও একটি নতুন চলচ্চিত্র এবং অভিনয়ের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করার ঘোষণা দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

ডিরেক্টড বাই -অরুদীপ্ত দাশগুপ্ত, ডিওপি- প্রমিত দাস, প্রধান এডি- তুষার, বিতরণ ও প্রকাশ- কাকলি গুপ্তা এবং শুভময় ঘোষ।প্রোডিউসাড বাই -রাজ মল্লিক ও কাকলি গুপ্ত।ডিস্ট্রিবিউশন এন্ড রিলিজ: কাকলি গুপ্ত
শুভময় ঘোষ।বিশেষ কৃতজ্ঞতা : কাকলি গুপ্ত ও শুভময় ঘোষ।
কাস্টিং: রাজেশ শর্মা, সমদর্শী দত্ত, অনিন্দো চ্যাটার্জি, শায়রি সাহা, অমিত চন্দ, গোরা ধর এবং অন্যান্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments