Tuesday, January 21, 2025
Homeকলকাতানিউ টাউন এর অ্যাক্সিস মলে ফ্রি সেলফ ডিফেন্স অ্যাডভান্স বেল্ট গ্রাডিশন ওয়ার্কশপের...

নিউ টাউন এর অ্যাক্সিস মলে ফ্রি সেলফ ডিফেন্স অ্যাডভান্স বেল্ট গ্রাডিশন ওয়ার্কশপের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Oplus_131072

গত বাইশে ডিসেম্বর নিউ টাউন এর অ্যাক্সিস মলে ফ্রি সেলফ ডিফেন্স অ্যাডভান্সস বেল্ট গ্রাডিশন ওয়ার্কশপের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের ওয়ার্কশপ অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন টেক্সট মেকো এমডি সুদীপ্তা মুখার্জী,সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট লিমিটেডের সিইও রাজিব সরকার, টেলিগ্রাফ এর এডিটর সুদেষ্ণা ব্যানার্জি সিটি কেবিলের ডিরেক্টর তিন কড়ি দত্ত,প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ লালবাজারের ভার্গিস কুঞ্জা ,জাপান ক্যারাটে ইন্ডিয়া ফাউন্ডার প্রেসিডেন্ট কে ও সি পরেশ কুমার মিশ্রা ও প্রোগ্রাম ডিরেক্টর সিহান দেবাশীষ দেশমুখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা । নিউটাউনে এই প্রথম ওয়াকসপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জানালেন ফাউন্ডার প্রেসিডেন্ট কেও সি পরেশ কুমার মিশ্র। দেড়শো জন ছাত্র ছাত্রী এবং স্পেশাল চাইল্ডদের নিয়ে তিনি এই ওয়ার্কশপটি আয়োজন করেন। তিনি আরো জানালেন আমরা ১২ বছর ধরে বিভিন্ন জায়গায় এই ওয়ার্কশপ অনুষ্ঠান করে আসছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments