Sunday, September 15, 2024
HomeUncategorizedনিজস্ব প্রতিনিধি(অর্পিতা)আজ মহাশিবরাত্রি, জানুন ভোলানাথের আশীর্বাদে কেমন কাটবে দিনটি, রইলো রাশিফল (18.02.2023):

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা)আজ মহাশিবরাত্রি, জানুন ভোলানাথের আশীর্বাদে কেমন কাটবে দিনটি, রইলো রাশিফল (18.02.2023):

মেষ:- আজকের দিনটি আপনার জীবনে বেশ গুরুত্বপূর্ণ। আপনি কর্মক্ষেত্রে অনেকটাই একাগ্রতা দেখাতে পারবেন আজ। সাহসের সঙ্গে ছোট ছোট ভুলকে আজ ক্ষমা করে দেবেন। ক্ষমাপ্রার্থীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে। পর পর অনেক কয়টি বিষয়ের খবর আপনি পেতে থাকবেন। যারফলে আপনার মন ভালো থাকবে। দায়িত্ব নির্বিঘ্নে পালন করবেন। নানান উদ্বেগ দূর হবে।

বৃষ:- ভাগ্যের দিক থেকে আপনার জন্য আজকের দিনটি ভালো কাটতে চলেছে। অভিজ্ঞতা থেকে চাকরিরতরা অনেক বেশি উপকার পাবেন। ধন সম্পত্তি সম্পর্কিত নানান উদ্যোগ থেকে আসবে লাভ। আপনার আটকে থাকা টাকা আসতে থাকবে। বন্ধুদের সঙ্গে কোনও হইচই করতে পার্টি করতে পারেন। নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে ভালো হবে। কোনও ভালো লাভ পেতে হলে নজরে রাখুন ভালো বিনিয়োগ।

মিথুন:- স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো কাটতে চলেছে। তবে স্বাস্থ্যের দিক থেকে কোনও রোগ জ্বালা যদি থাকে, তাকে উদাসীনভাবে নেবেন না। আর তা নিলে, বড় ক্ষতি হতে পারার আশঙ্কা রয়েছে। তাড়াহুড়োতে কোনও কাজ করলে তার ফল ভোগ করতে হবে। দীর্ঘদিন পরে আপনার কোনও বন্ধু আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে। নিজের করা ভুল নিয়ে আপনি থাকবেন জেরবার।

কর্কট:-অংশিদারির কাজে পাবেন লাভ। আজকের দিনটি আপনার জন্য দারুন সমস্ত অভিজ্ঞতা নিয়ে আসবে। নিজের খাওয়া দাওয়ায় নজর দিন। কোনও ঝুঁকি পূর্ণ কাজ করতে পারলে আজকে আপনার দিনটি সফল হবে। সেই কাজে আসবে সাফল্যও। বেশি খাওয়া দাওয়া থেকে দূরে থাকুন। পেটের দিক থেকে কিছু সমস্যা আপনাকে বিপাকে ফেলতে পারে। শিক্ষা ক্ষেত্র নিয়ে কোনও সমস্যা থাকলে তা কেটে যেতে পারে।

সিংহ:-আজকের দিনটি আপনাদের জন্য পরিশ্রমসাধ্য। আজ কর্মক্ষেত্রে যে কাজ করবেন তাতে আপনার অফিসের কর্মীরা অবাক হয়ে যাবেন। নিজের লোকজনের মধ্যে এমন কিছুজন থাকবেন যাঁরা আপনারই বিরুদ্ধে সরব হতে থাকবেন। এমন কিছু জিনিস কিনতে পারেন, যা দেখে আপনারই পরিবারের কেউ কেউ অবাক হয়ে যাবেন।

কন্যা:- আপনার জন্য আজকের দিনটি খুবই ইতিবাচক কাটতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ মামলায় আপনাকে সাবধান হতে হবে। কর্মক্ষেত্রে আপনি দারুন ভালো কাজ করবেন। যাঁর প্রশংসা সকলের তরফ থেকে আসবে। বিদেশ থেকে আয়ের উৎস আসতে চলেছে। কোনও সুসংবাদ শুনতে পারেন। নিজের পরিজনের সঙ্গে বিবাদে জড়াবেন না।

তুলা:- আজ বিভিন্ন রকমের উৎসাহব্যঞ্জক কাজ পাবেন। আজ যেকোনও কাজে আপনি চনমনে থাকবেন। ভিতরের সমস্ত রকমের শক্তি ঢেলে আজ কাজে নামবেন আপনি। কোনও আটকে থাকা কাজও আজ গতিতে হতে শুরু করবে। নতুন জমি,সম্পত্তি, বাড়ি, গাড়ি কিনতে পারেন আজ। সাংসারিক সুখ আজ পেতে পারেন। মা বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আজকে। কোনও উদাসীন পথে হাঁটলে হবে না।

বৃশ্চিক:- আজকের দিনটি আপনার জন্য সাহস ও পরাক্রমে বৃদ্ধিকে আরও বেশি করে তুলে ধরবে। কারোর সহযোগিতা ও সান্নিধ্যে আরও উন্নতি করবেন আপনি। কারোর সাহায্যার্থে কোনও কাজ করলে ভুল বোঝাবুঝি হতে পারে। অন্য কেউ ভাবতে পারেন, এটি আপনি আপনার স্বার্থের জন্য করছেন। মনের ইচ্ছা পূরণে কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন। কোনও সুখবর আজই পেতে পারেন।

ধনু:- মান সম্মানে ভরা থাকবে আজকের দিনটি। ভালোভাবে সকলের সঙ্গে কথা বলুন। এতে লাভ হবে আপনার। আপনি আপনার কথা দিয়েই সকলের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবেন। ধন সম্পত্তিতে আজ আপনার বাড়বাড়ন্ত কে রোখে! পরিবারকে আনন্দ দিতে পারে, এমন কোনও খবর আপনি দিতে পারেন আজ। বিভিন্ন সামাজিক কাজে আপনি আজ অংশ নিতে পারেন।

মকর:- আজকের দিনটি আপনার বৈবাহিক জীবনে দারুন শান্তি আনতে চলেছে। আনন্দ সারাদিন ধরে আপনার ছায়া সঙ্গী আজ। তবে তার জেরে কোনও কাজে উদাসীন হয়ে পড়বেন না। কোনও বিনিয়োগমূলক কাজে আজ অংশ নিতে পারেন। এতে সুবিধা হবে আপনার। যে কাজে হাত দেবেন, তার দায়িত্ব নিয়ে তাতে হাত দিন। স্বাস্থ্যের ক্ষেত্রে ঘটে চলা সমস্যাগুলিকে এড়িয়ে যাবেন না।

কুম্ভ:- শিবরাত্রির দিনটি আপনার জন্য ভালো মন্দয় মিশিয়ে কাটবে। কোনও আইন সম্পর্কিত মামলায় আপনি পাবেন জয়। পারিবারিক সম্পর্কে আজ কোনও আনন্দের জোয়ার বয়ে যেতে পারে। শারীরিক দিক থেকে কোনও কষ্টকর পরিস্থিতিতে থাকতে পারেন। কোনও সিদ্ধান্ত তাড়াহুড়োর মাথায় নেবেন না। নিজের শিক্ষা ক্ষেত্রগত কোনও সমস্যা নিয়ে আলোচনা করুন বন্ধুদের সঙ্গে।

মীন:- ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বাকি দিনের থেকে ভালো কাটবে। ব্যবসায়ে আটকে থাকা ডিল ফাইনাল হতে পারে। আজ ভালো মুনাফা আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের কেরিয়ান নিয়ে চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। যেকোনও কাজ আপনার এরফলে সহজে পূর্ণ হতে পারে। কারোর ওপর টাকার ব্যপারে ভরসা করবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments