মেষঃ-
সুখে দুঃখে মিলিয়ে মিশিয়ে কাটতে চলেছে আজকের দিনটি। বাড়িতে খরচ বাড়বে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কে ফাটল ধরলে তা শুধরে নেওয়ার দিন আজ। আপনি আপনার জীবনসঙ্গীর জন্য কিছু নতুন গয়না এবং উপহার ইত্যাদি আনতে পারেন। কৃষকরা অর্থ এবং শস্য সম্পর্কিত কিছু ভাল খবর শুনতে পেতে পারেন। আজ কোনও বড় ঝুঁকি নেওয়া এড়াতে হবে, অন্যথায় সমস্যা হতে পারে।
বৃষঃ-
বেশ দৌড়াদৌড়ি হবে আজকের গোটা দিন ধরে। কোনও নতুন কাজ আজ শুরু করতে পারেন। নিজের চিন্তাভাবনা দিয়ে আপনি মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। আপনার সুন্দর কথা আপনাকে সম্মান এনে দেবে। বিপুল লাভের তাড়নায় আপনার কোনও ছোট সুযোগ হাত ছাড়া করা উচিত নয়। বিপাকে পড়ার একঝাঁক সুযোগ আজ রয়েছে। তবে তা আজ আপনাকে এড়িয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজটি ভালভাবে সম্পাদন করবেন, যার প্রশংসা পাবেন।
মিথুনঃ-
আজকের দিনটি ধৈর্য ধরে রাখার দিন। কর্মক্ষেত্রে কোনও শত্রু থাকলে তা নিধন করা জরুরি। কারোর প্রতিশ্রুতি ধরে রাখতে আপনাকে উদ্যোগ নিতে হবে। লেনদেনের মামলায় আপনার নিজের কথা সকলের সামনে আনতে হবে। আপনাকে যে কেউ বোকা বানিয়ে চলে যেতে পারে আজ। নিজের মনের কথা খোলাখপলিভাবে আজ সকলকে বলুন। নয়তো বিপদ বাড়তে পারে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে।
কর্কটঃ-
ভালো মন্দ মিশিয়ে আজকের দিনটি কাটতে চলেছে। আজ সাহস আর পরাক্রমের পরীক্ষা আপনার সামনে রয়েছে। লক্ষ্যকে অনেকটা বড় করুন। এতে পাবেন সুবিধা। কিছু সিনিয়দের সঙ্গে দেখা করে আপনি সহজেই আপনার যে কোনও সমস্যা সমাধান করতে সক্ষম হবেন। যাঁরা ব্যবসা করেন, তাঁদের পরিকল্পনার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। অন্যথায় সমস্যা হতে পারে এবং যাঁরা ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আপনাকে খুব সাবধানে থাকতে হবে, অন্যথায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সিংহঃ- আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পড়ুয়ারা নিজের শিক্ষার দিকে পূর্ণ মনোযোগ দিন।এতে লাভ হবে। নয়তো বিপদে পড়তে পারেন। আপনাকে তাড়াহুড়ো করে কোনও কাজ করতে হবে, কিছু কাজ এড়িয়ে চলতে হবে। আজ কোনও বন্ধুর কাছ থেকে ভালো খবর শুনতে হবে। চাকরিতেভালো চিন্তাভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে।
কন্যাঃ-
ভাগ্যের দৃষ্টি থেকে আপনি খুবই ভালো কিছু পেতে চলেছেন আপনি। কোনও আধ্যাত্মিক দিক থেকে পাবেন লাভ। মন থাকবে ভালো। কোনও বড়সড় লক্ষ্যকে ছুঁতে চাইবেন আপনি। কারোর সঙ্গে অংশিদারির ব্যবসায় উপকার পাবেন। পুরনো কোনও ঋণ আজ শোধ করতে পারবেন।
তুলাঃ-
স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাকে দুর্বল করে দিতে পারে। আপনি স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখতে মুশকিলে পড়ে যাবেন। কর্মক্ষেত্রে কোনও ঝুঁকি নিলে সমস্যা হতে পারে। আপনার পরামর্শগুলি স্বাগত জানানো হবে সর্বক্ষেত্রে। অপ্রত্যাশিত সুবিধা পেয়ে আপনার মন খুশি হবে। নিজের মতো করে চিন্তাভাবনা করে এগিয়ে যান। যেকোনও কাজে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সমর্থন পাবেন।
বৃশ্চিকঃ-
আজকের দিনটি আপনাদের জন্য মিলিয়ে মিশিয়ে কাটবে। খাওয়া দাওয়ায় আপনাকে সাবধান হতে হবে। আপনার প্রসন্নতার ঠিকানা আজ থাকবে না। কর্মক্ষেত্রে আজ ভালো প্রদর্শন করতে পারবেন। আজ আপনার প্রশংসা অনেকেই করবেন। কোনও পুরনো ভুল থেকে আজ বিপদে পড়ে যেতে পারেন। সন্তানের দিক থেকে পাবেন সুখবর।
ধনুঃ-
আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। আপনার পরিশ্রমের পুরো ফসল সকলেই পাবেন। চাকরি যাঁরা করছেন তাঁরা আজ খুব ভালো খবর কিছু পেতে চলেছেন। তবে দায়িত্ব বেড়ে চলাতে কিছুটা চিন্তিত থাকবেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের প্রচেষ্টা আজ জোরদার। কিছু কাজ-সম্পর্কিত সমস্যা যদি আপনাকে ঘিরে থাকে, তবে সেগুলি দূর হয়ে যাবে। কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলা উচিত।
মকরঃ-
আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ধন সম্পত্তি সম্পর্কিত কোনও আইনি পদক্ষেপ নিতে হলে সাবধান হোন। বড়দের সব কাজে সম্মান করা উচিত। নয়তো পারিবারে সমস্যা তৈরি হতে পারে। নিজের কথা বলার ধরণ সামান্য পাল্টাতে হবে। যাঁরা রোজগারের খোঁজে রয়েছেন তাঁদের ভালো সুযোগ মিলবে। অনেকটা চেষ্টার পর বিদ্যার্থীরা পাবেন সাফল্য।
কুম্ভঃ-
যে কাজে হাত দেবেন, সেই কাজেই ইতিবাচক ফল পাবেন। ব্যক্তিগত বিষয়ে সামান্য ভারসাম্য বজায় রাখুন। নিজের কাজে পুরো ফোকাস করুন। নয়তো সমস্যা বাড়তে পারে। যে নীতিতে আপনি চলেন, সেই নীতি ধরে রাখতে কিছুটা ঝক্কি সামলাতে হবে। সাবধানে চলাফেরা করতে হবে। কোনও সম্পত্তি বিষয়ের কোর্টের মামলা এসে পড়তে পারে। তবে কোনও অহংকারের কাজ করা উচিত হবে না।
মীনঃ-
আজকের দিনটি সামাজিক গতিবিধির জন্য খুবই ভালো। কোনও পরিজনের কাছ থেকে খুশির খবর পেতে পারেন। আপনার পারিবারিক জীবন আনন্দময় হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে আসতে পারে আনন্দ। কারোর সহযোগিতা পেতে পারেন আপানারা। কোনও গুরুত্বপূর্ণ খবর আপনাকে আজ দিনভর গোপন রেখে যেতে হবে।