Wednesday, October 16, 2024
HomeUncategorizedনিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ বৃহস্পতিবার, দেখে নিন লক্ষ্মীবারের দিনটি কেমন কাটবে, রইলো রাশিফল(16.03.2023):

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ বৃহস্পতিবার, দেখে নিন লক্ষ্মীবারের দিনটি কেমন কাটবে, রইলো রাশিফল(16.03.2023):

মেষ রাশি:-
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি দুর্দান্ত। কারণ, তাঁরা ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনার একগুঁয়ে মনোভাবের জেরে আজ আপনার পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধুরাও রেগে যেতে পারেন। তাই, নিজেকে সংযত করুন। অপ্রয়োজনীয়ভাবে আজ সময় নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে ভালো সময় কাটবে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ বিরাজ করবে।

বৃষ রাশি:-
কোনো ঝামেলায় আজ নিজে থেকে জড়িয়ে পড়বেন না। অত্যধিক দুশ্চিন্তা এবং মানসিক চাপ আজ আপনার শরীর খারাপ করে দিতে পারে। আজ আপনি কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। আপনি আজ কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। যদিও, সেখানে গিয়ে কোনো কারণবশত আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। বিবাহিত জীবন সুখের হবে।

মিথুন রাশি:-
আজ এমন কোনো কথা বলবেন না যাতে অন্যরা কষ্ট পান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পেয়ে যাবেন। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অর্ধাঙ্গিনীর সাথে আজ দুর্দান্ত সময় কাটবে।

কর্কট রাশি:-
যাঁরা আজ পর্যন্ত অযথা অর্থব্যয় করছিলেন তাঁরা এখন থেকেই সতর্ক হয়ে অর্থ সঞ্চয় শুরু করুন। নাহলে অদূর ভবিষ্যতে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হবেন। কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির স্বার্থপর আচরণ আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। কর্মক্ষেত্রে আপনি আজ কোনো ভুল কাজের প্রতিবাদ করতে পারেন। সবার সাথে আজ স্পষ্টভাবে কথা বলুন। যাঁরা বেশ কিছু দিন যাবৎ অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজের জন্য অবসর সময় পাবেন।

সিংহ রাশি:-
কোনো ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়লেও সেটি আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। সবার সাথে কথা বলার সময়ে আজ সংযত হয়ে মাথা ঠান্ডা করে কথা বলুন। আপনি আজ শরীরচর্চার প্রতি মনোযোগ দিতে পারেন। কর্মক্ষেত্রে ভালো সময় কাটবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে। সামগ্রিকভাবে দিনটি আনন্দে কাটবে।

কন্যা রাশি:-
সৃষ্টিশীল মানুষদের জন্য আজকের দিনটি ভালো। আপনার বাবা-মা আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দেবেন। সেগুলি মেনে চললে আপনি লাভবান হবেন। আপনি আজ কোনো খেলাধূলার মধ্যে ব্যস্ত থাকতে পারেন। কোনো কাজে আজ ভাইয়ের কাছ থেকে অনেকটা সাহায্য পাবেন। সবার সাথে কথা বলার সময়ে আজ সংযত হয়ে মাথা ঠান্ডা করে কথা বলুন। জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটবে।

তুলা রাশি:-
আপনি আজ আপনার মামাবাড়ির কোনো সদস্যের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে আজ সেটিকে সমাধানের চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সাথে আজ ভালো সময় কাটবে। এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশকিছুটা সময় পাবেন। পাশাপাশি, সেই সময়কে কাজে লাগিয়ে তাঁরা কোনো বহুপ্রতিক্ষিত কাজ করতে পারেন।

বৃশ্চিক রাশি:-
আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান করে ফেলবেন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকুন। ভালোবাসার মানুষটিকে আজ অবশ্যই কিছুটা সময় দিন। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করবেন।

ধনু রাশি:-
আজ আপনি আপনার ভাইবোনদের সহায়তায় আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। আপনার রসিক আত্মীয়-স্বজনরা আজ আপনার দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবেন। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কাজকর্ম শুরু করার পক্ষে দিনটি ভালো। প্রতিটি কাজ করার আগেই আজ সতর্কতা অবলম্বন করুন। স্ত্রীর কোনো প্রয়োজনীয় কাজের জন্য আপনার কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। যদিও, দিনের শেষে বুঝতে পারবেন, যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে।

মকর রাশি:-
আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। কোনো বন্ধু আজ আপনার কাছ থেকে বড় অঙ্কের ঋণ চাইতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আজ অনেকটা ভালো সময় কাটবে। আর্থিক দিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগে সতর্ক হন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্য হতে পারে।

কুম্ভ রাশি:-
ব্যস্ততার মধ্যে থাকলেও পারিবারিক প্রয়োজনকে আজ অবশ্যই অগ্রাধিকার দিন। আপনি আজ কোনো দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করতে পারেন। কর্মক্ষেত্রে আজ বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে ব্যবহার করুন। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করতে পারেন। প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করার চেষ্টা করলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি সামলে নেবেন।

মীন রাশি:-
আপনার রসিক মনোভাব আজ আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করে তুলবে। সন্তানদের সাথে আজ কিছুটা সময় কাটান। ভালোবাসার মানুষটির অনুভূতিগুলিকে আজ বোঝার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে যোগ্য কর্মচারীরা আজ পদোন্নতির সুযোগ পাবেন। আপনি আজ কোনো আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন সুখের হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments