Wednesday, November 12, 2025
Homeখবরনিজস্ব প্রতিনিধি(সুজাতা):বাইপাসের ধারে নতুন জমি কিনলেন সায়ক চক্রবর্তী, ৭৫ লাখ টাকা খরচ

নিজস্ব প্রতিনিধি(সুজাতা):বাইপাসের ধারে নতুন জমি কিনলেন সায়ক চক্রবর্তী, ৭৫ লাখ টাকা খরচ

কলকাতা: অভিনেতা সায়ক চক্রবর্তী তাঁর মা-বাবা এবং দুই ভাইকে নিয়ে এক ছাদের নিচে থাকার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। বাইপাসের ধারে, পিয়ারলেস হাসপাতালের পাশে তিনি ৭৫ লাখ টাকা খরচ করে একটি জমি কিনেছেন। সম্প্রতি মায়ের নামে জমিটি রেজিস্ট্রি করা হয়েছে। তবে এটি ৯৯৯ বছরের লিজে নেওয়া একটি কোঅপারেটিভের জমি। বাড়ির নকশা আসতে আরও তিন মাস সময় লাগবে, তারপরই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সায়ক।
নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন সায়ক। এবারও তাঁর জমি কেনার খবর তিনি নিজেই সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন।
এদিকে, সম্প্রতি সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তী এবং অভিনেত্রী সুস্মিতা দে-র বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে, যা নেট নাগরিকদের হতবাক করে দিয়েছে। এই বিষয়ে সায়ক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, “আমাদের জীবন এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে সেটাকে আমরা মেনে নিয়েছি। কারণ এটা ওঁদের মিউচুয়াল ডিসিশন। এতে ওঁরা ভালো থাকবে।” সায়ক আরও বলেন যে তিনি সুস্মিতাকে মিস করবেন কারণ তিনি ভেবেছিলেন তাঁরা সবাই একসঙ্গে থাকবেন, কিন্তু তা হলো না। তিনি চান সুস্মিতাও যেন তার মতো করে ভালো থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments