বিকাশভবন গেছিলেন সব্যসাচী দত্ত। সেখানে আগে থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। বিকাশভবন পৌঁছতেই চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। তাঁকে ‘চোর-চোর’ স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান চাকরিহারারা। নিরাপত্তারক্ষীরা ওনাকে বের করে গাড়িতে নিয়ে গেলে, গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন চাকরিহারারা।
ব্যস, ধৈর্য হারান সব্যসাচী দত্ত। নিজের অনুগামী (সমাজ বিরোধীদের) ডাকিয়ে এনে চাকরিহারাদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে গায়ের জোর প্রয়োগ করান।
পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই খবর করছিল সংবাদমাধ্যম। কিন্তু সেই খবর করতে গিয়েই আক্রান্ত হন TV9 বাংলার সাংবাদিক। তাঁর ওপরে চড়াও হন সব্যসাচী দত্তর ‘অনুগামীরা’। TV9 বাংলার ক্যামেরাম্যান সূর্যেন্দু কে মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়। অপর সাংবাদিকের গলা টেপার চেষ্টা সহ মারধর হয়।
কিন্তু এত কিছুর পরেও, সব্যসাচী দত্ত অনুশোচনা না দেখিয়ে এই উগ্র গায়ের জোয়ারীর পক্ষে সওয়াল করেন।
সাংবাদিক নিগ্রহের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি কলকাতা পুলিশকে অনুরোধ করবো অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক।