Wednesday, October 16, 2024
Homeরাজ্যনিয়োগ দুর্নীতি কাণ্ডে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল সহ ২ জন গ্রেফতার

নিয়োগ দুর্নীতি কাণ্ডে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল সহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তাপস মণ্ডল। রবিবার সিবিআই তাঁকে গ্রেফতারকরে। প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং রাজ্য বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে রবিবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডেকেছিল। প্রায় তিন ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।এরপর রবিবার বিকেলে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। তাপস মণ্ডল ছাড়াও রবিবার নিয়োগ মামলার আরেক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকেও গ্রেফতার করেছে সিবিআই।
গ্রেফতারের পর তাপস মণ্ডল জানান, কেন তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি জানেন না। এর আগে ইডির সম্পূরক চার্জশিটে তাপসের নাম থাকলেও তাকে গ্রেফতার করা হয়নি। রবিবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। এ দিন সকাল ১১টার দিকে তাপসকে সিবিআই অফিসে তলব করা হয়। সময়মতো সিবিআই অফিসে পৌঁছে যান তিনি। তাকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে খবর, আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাপসকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে নিয়োগ দুর্নীতির মামলায় কুন্তল ঘোষের মুখ থেকে বারবার শোনা যায় এমন আরেক এজেন্ট নীলাদ্রি ঘোষকেও গ্রেফতার করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় এই গ্রেফতার নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
গ্রেফতারের পর তাপস মণ্ডলকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। নীলাদ্রি ঘোষকেও তুলে নিয়ে যাওয়া হয় রুটিন মেডিকেল চেকআপের জন্য। গ্রেফতারের পর তাপস মণ্ডল বলেন, ‘আমি এখনও তদন্তে সহযোগিতা করছি। আমি জানি না কেন আমাকে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে তিন দিন আগে ছয়জন এজেন্টকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগেও তাপস মণ্ডলকে জেরা করেছিল সিবিআই। তাপস মণ্ডলকে জেরা করে কুন্তল ঘোষকে গ্রেফতার করে সিবিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments