Wednesday, October 16, 2024
Homeরাজ্যনিয়োগ দূর্নীতি মামলায়এবার নজরে তৃণমূল বিধায়ক তাপস সাহা, মামলার অনুমতি হাইকোর্টের

নিয়োগ দূর্নীতি মামলায়এবার নজরে তৃণমূল বিধায়ক তাপস সাহা, মামলার অনুমতি হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): ফের চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রাজ্যে। তৃণমূলের তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে দমকলে অবৈধ ভাবে চাকরি দেওয়ার অভিযোগ এনেছে বিজেপি। সেই সঙ্গে প্রকাশ্যে আনা হয়েছে একটি অডিও ক্লিপ। এবার সোমবার অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে।
হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সোমবার বিজেপির আইনজীবী নেতা অরুণজ্যোতি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে বিজেপির দাবি, দমকল সহ একাধিক সরকারি ক্ষেত্রে চাকরি করে দেওয়ার জন্য অনেক প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন তাপস। বিজেপির তরফে তদন্তের দাবিও জানানো হয়েছে। তাত্‍পর্যপূর্ণ ভাবে এর আগে তাপসের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের বঙ্গজননীর সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments