নিজস্ব প্রতিনিধি(রজত রায়):কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে পাথর, গুলি ও বোমাবাজির অভিযোগ। ভাঙল মন্ত্রীর গাড়ির কাঁচও। শনিবার কোচবিহার জেলার দিনহাটার বুড়িরহাট এলাকায় তার গণসংযোগ কর্মসূচিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই ওঠে এই হামলার অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের একটি জনসংযোগ কর্মসূচি ছিল এবং তৃণমূলের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নিশীথ এলাকায় এলে তাকে কালো পতাকা দেখানো হবে।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার জন্য এলাকায় পর্যাপ্ত পুলিশ, সিআইএসএফ মোতায়েন করা হয়। এরপরেও সংঘর্ষ এড়ানো যায়নি। অভিযোগ, তৃণমূল কর্মীরা নিশীথ প্রামাণিকের কনভয় থামিয়ে কালো পতাকা দেখায় এবং স্লোগান দেয়। পাথরও ছোঁড়া হয় এবং কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাঁচও এর ফলে ভেঙে যায় বলে অভিযোগ।
মুহুর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এমন সময় হঠাত্ জনবহুল এলাকায় গুলির শব্দ শোনা যায়। বোমাবাজি শুরু হয়। তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতিও বেঁধে যায় বলে বলে অভিযোগ। তবে গুলি না বোমার আঘাতে কেউ আহত হয়েছেন কি না তা প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।
নিশীথ প্রামাণিক টিভি নাইন-এর সঙ্গে আলাপচারিতায় বলেন, তৃণমূলের লোকজন হামলা করেছে। তিনি বলেন, ‘বাংলায় ভয়াবহ পরিস্থিতি চলছে। বোমাবাজি চলছে। বিরোধী দলগুলোকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’