নিজস্ব প্রতিনিধি(রজত রায়)আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি দ্বীপের নাম রাখা হয়েছে পরমবীর চক্র পাওয়া সৈনিক দের নাম হিসেবে। ১৯৪৭ সাল ৩ নভেম্বর শ্রীনগর বিমানবন্দরের দিকে এগিয়ে আসা পাকিস্তানের অনুপ্রবেশকারীদের রুখতে গিয়ে শহীদ হন স্বাধীন ভারতের প্রথম পরম বীর চক্র পাওয়া মেজর সোমনাথ শর্মা।এই সোমনাথ শর্মা নামেই একটি দ্বীপের নাম করা হয়েছে। এদিকে দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নামকর করা হয়েছে দেশের দ্বিতীয় পরমবীর চক্র প্রাপ্ত সৈনিক সুবেদার ক্যাপ্টেন করম সিং। ১৯৪৭ সালে ভারত পাকিস্তানের যুদ্ধে তিথোয়াল সেক্টরের নিয়ন্ত্রণের লড়াইয়ে বীরত্বের পরিচয় দিয়েছিলেন।এরপরেই বাকি দ্বীপ গুলোর নাম রাখা হয় রমা রাঘোবা রানে, নায়ক যদুনাথ সিং, কোম্পানি হাবিলদার মেজর পিরু সিং, ক্যাপ্টেন জিএস সালারিয়া, লেফটেন্যান্ট কর্নেল ধন সিং থাপা, সুবেদার জোগিন্দর সিং, মেজর শয়তান সিং, সিকিউএমএইচ আবদুল হামিদ, লেফটেন্যান্ট কর্নেল আরদেশির বুর্জরজি তারাপোরের নামে।আজ সোমবার দ্বীপের নামকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আন্দামানের এই মাটিতেই দেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল। এখানেই প্রথম গঠন করা হয় স্বাধীন ভারতের সরকার।
সেই ভূমিতেই ২১ টি দ্বীপের যে নামকরণ করা হল, তার পেছনে অনেক কথা লুকিয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম হল এক ভারত শ্রেষ্ঠ, আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতার জন্য এই বার্তা।