নিজস্ব প্রতিনিনি(অর্পিতা): এবার শুধু দলের সদস্য হলেই মিলবে না পঞ্চায়েত ভোটের টিকিট, পঞ্চায়েত ভোটের টিকিট পেতে হলে প্রার্থীদের লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। আর এটাই এবার তৃণমূলের থেকে জানিয়ে দেওয়া হয়েছে। শাসক দলের সাথে দুর্নীতি শব্দটা যেন আষ্টেপিষ্টে লেগে রয়েছে।নিচু তলার দুর্নীতি যেন একেবারে গলায় কাটার মতো বিধে রয়েছে শাসক দলের। তাই এবার পঞ্চায়েত ভোটের আগে এক অভিনব পন্থা তাদের। পঞ্চায়েত নির্বাচনে যাতে এই দুর্নীতির কোনো আচ লাগতে না পারে তার জন্য লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে শাসক দলের পক্ষ থেকে।দলের তরফ থেকে বিলি করা হচ্ছে ফর্ম, সেখানে নির্দিষ্ট কিছু প্রশ্নই রাখা হবে। যেটার উত্তর দেবে প্রার্থীরা। এরপরেই দলের তরফ থেকে সেই সমস্ত উত্তর যাচাই করা হবে, আর সব উত্তর যদি মন মতো হয় তাহলেই মিলবে দলের টিকিট। আপাতত দুর্গাপুরের কাঁকসা ব্লকে নির্বাচনে দাঁড়াতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এমনই ফর্ম বিলি করা হচ্ছে।সেখানেই কয়েকটি স্বীকারোক্তি দিতে হবে প্রার্থীদের। আর সবগুলো মন মতো হলেই মিলবে টিকিট। বিশেষ করে প্রার্থীকে সেখানে জানাতে হবে তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই। কিন্তু পরে যদি জানা যায় সে দুর্নীতির সাথে যুক্ত রয়েছে তাহলে তাকে দেওয়া হবে কঠিন শাস্তি, আর সেটা মাথা পেতে নিতে হবে।