Sunday, September 15, 2024
Homeরাজ্যপঞ্চায়েত ভোটের আগে এপ্রিল মাসে ২০ দিন ধরে চলবে “দুয়ারে সরকার”

পঞ্চায়েত ভোটের আগে এপ্রিল মাসে ২০ দিন ধরে চলবে “দুয়ারে সরকার”

নিজস্ব প্রতিনিধি(রজত রায়)দুয়ারে সরকার হলো গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ড স্তরে আয়োজিত আউটরিচ ক্যাম্প। এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় রাজ্য সরকারের সুনির্দিষ্ট স্কিম পৌঁছে যায়।সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সুবিধা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটি চালু করেছিল।কখনও কখনও যোগ্য ব্যাক্তিরা সচেতনতার অভাবে স্কিমগুলির সুবিধা পেতে সক্ষম হয় না,সরকারি দফতরের দুয়ারে দুয়ারে ঘুরে নাকানি চুবানি খেতে হয়।অনেকসময় অনলাইন আবেদনের সুবিধাও পাওয়া যায় না। এই পরিস্থিতি থেকে জনগণকে রক্ষার্থে পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার ১ ডিসেম্বর, ২০২০ সালে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিল।
সম্প্রতি, ডিজিট্যাল ইন্ডিয়া ২০২২ প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছ এই প্রকল্প। সূত্রে খবর , এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতেই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ১ এপ্রিল থেকে দু’দফায় হবে শিবির।
বিজ্ঞপ্তিতে মোট ৩২টি প্রকল্পের উল্লেখ রয়েছে। এইগুলোর কাজই হবে দুয়ারে সরকার প্রকল্পে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষীর ভাণ্ডারের, কন্যাশ্রী, রূপশ্রীর মতো জনপ্রিয় প্রকল্পগুলি।
প্রথম দফায় ১ এপ্রিল থেকে আবেদনকারীদের থেকে নেওয়া হবে আবেদনপত্র, দ্বিতীয় দফায় ১১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে শংসাপত্র দেওয়া এবং সংশোধনের কাজ।এর মধ্যে রবিবার ও ছুটির দিনগুলিতে কোন কাজ চলবে না। বিরোধীদের মতে জনগণের ভোট নিজেদের দিকে টানতেই, শাসক দলের এই উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments