Sunday, September 15, 2024
Homeরাজনৈতিকপঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে বড়ো ধাক্কা! “সাগরদীঘি”-র ফল ঘোষণার পর থেকেই বার্তা...

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে বড়ো ধাক্কা! “সাগরদীঘি”-র ফল ঘোষণার পর থেকেই বার্তা বঙ্গ বিজেপির

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর সেটাকেই পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আগে উপনির্বাচনে সাগরদিঘীতে জয়লাভ করেছে কংগ্রেস ও বাম জোট। আর সেই কারণেই একস্ট্রা অক্সিজেন পেয়েছে বিরোধীরা। তবে এবার ঠিক এই আবহেই বিজেপিও জোটের ইঙ্গিত দিল সরাসরি।
সাগরদিঘী উপনির্বাচনের ফলাফল সামনে আসার পরেই বঙ্গ রাজনীতিতে দারুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। একদিকে যেমন লাল বাহিনীর সমর্থনে কংগ্রেসের জয় তার মধ্যেই বঙ্গ বিজেপির জোটের বার্তা। এই নিয়ে অবশ্য অধীর চৌধুরী জানিয়েছেন, সাগর দীঘিতে বামেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি।
বিজেপিরও সমর্থকরা ভেবেছে কংগ্রেসই বেস্ট অপশন। এই সমস্ত কথায় যখন জল্পনা একেবারে তুঙ্গে তখনই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর গলায় জোটের সুর। তিনি বলেছেন, সাগরদিঘিতে মানুষ নিজেদের মতামত প্রকাশ করেছে। আমরা সবাই তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে হারাতে আমরা সবাই এক জোট হব।
কিন্তু অবাক করার বিষয় হলো এই সুর কেবলমাত্র সৌমিত্র খার গলাতেই নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও একই সুর।
সুকান্ত মজুমদার জানিয়েছেন, যেখানে আমাদের ভোটার নেই সেখানে আমরা পঞ্চায়েতে আমাদের প্রার্থী নাও দিতে পারি। নিচু তলার মানুষ ঠিক করবে তাকে তারা ভোট দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments