Wednesday, October 16, 2024
Homeখেলাপন্থ নেই স্কোয়াডে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হল না ঋদ্ধিমানের

পন্থ নেই স্কোয়াডে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হল না ঋদ্ধিমানের

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): প্রত্যাশা মতোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে নেই ঋষভ পন্থ। দুর্ঘটনার কারণে পন্থ বর্তমানে চিকিৎসাধীন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। পন্থ দলে না থাকায় ঋদ্ধিমান সাহার(Wriddhiman Saha) টেস্ট স্কোয়াডের প্রথম একাদশে ঢোকার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই আশাতে জল ঢেলে দিলেন ইশান কিষাণ। ঋদ্ধির বদলে তিনিই ঢুকে পরলেন টেস্ট স্কোয়াডে। যদিও জাতীয় নির্বাচকরা সিরিজের প্রথম ২টি টেস্টের জন্য দল ঘোষণা করেন শুক্রবার।

পন্থ অসুস্থ থাকার কারণে প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে দলে জায়গা পান কেএস ভরত। যদিও তাঁর প্রথম একাদশে ঢুকে পড়া মোটেও সহজ হবে না। কেননা জাতীয় নির্বাচকরা দ্বিতীয় উইকেটকিপার হিসেবে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন ইশান কিষাণ। পন্থ না থাকায় গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজে ঋদ্ধিমান সাহার দিকে ফিরে তাকান কিনা জাতীয় নির্বাচকরা, সে বিষয়ে আগ্রহ তৈরি হয়েছিল ক্রিকেটপ্রেমীদের। যদিও রঞ্জিতে ফর্মে থাকা সত্ত্বেও শিকে ছেঁড়েনি ঋদ্ধির ভাগ্যে। সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব জায়গা পেয়েছেন ভারতের টেস্ট স্কোয়াডে।

ভারতের টেস্ট ব্রিগেডঃ রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments