Wednesday, October 16, 2024
HomeUncategorizedপাকিস্তানের অবস্থাও কী হবে শ্রীলংকার মতন? বিপুল আর্থিক সংকটের মুখোমুখি দেশ

পাকিস্তানের অবস্থাও কী হবে শ্রীলংকার মতন? বিপুল আর্থিক সংকটের মুখোমুখি দেশ

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): পাকিস্তানের পরিস্থিতিও কী শ্রীলংকার মতন হতে চলেছে? বিশেষজ্ঞদের মত কিন্তু তাই। পাকিস্তানে অর্থনৈতিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। জানা যাচ্ছে, এবার পাকিস্তান মুদ্রার বিপুল পতন ঘটেছে। দেশের ঋণ পৌঁছে গিয়েছে ৬০ লক্ষ কোটিতে। সূত্রের খবর, বুধবার পাকিস্তানে এক ডলারের মূল্য যখন যেখানে ছিল ২৩০ পাকিস্তানী রুপি, সেখানে মাত্র ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার দাম হয়েছে ২৫৫ টাকা। অন্যদিকে আইএমএফ এর শর্ত হল পাকিস্তান তাদের রুপির দামের ওপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারবে না। যার ফলে দুরন্ত গতিতে পাকিস্তান রুপির দামের পতন হতে শুরু করেছে।

পাশাপাশি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও প্রায় তলানিতে। সূত্রের খবর, পাকিস্তানে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা রয়েছে তাতে মাত্র তিন সপ্তাহের খরচই চালানো যাবে। এই বিপুল আর্থিক সংকটের পেছনে মূলত ঋণ পরিশোধের বিষয়টি রয়েছে। একইসাথে পাকিস্তানের রেমিট্যান্স অনেকটাই কমেছে, যার ফলে ধাক্কা লেগেছে পাকিস্তানের

অর্থনীতিতে। পাকিস্তানে অর্থনীতির এই বিপুল সংকটে কার্যত সেখানে খাদ্যপণ্যের দাম গগনচুম্বি। পাল্লা দিয়ে বেড়েছে সে দেশে বিদ্যুৎ সংকট। পাকিস্তানের এই অর্থনৈতিক সংকট ক্রমাগত উদ্বেগ বাড়িয়ে চলেছে সে দেশের সরকারের। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments