Tuesday, October 15, 2024
Homeখবর'পাঠান' বিতর্কে মুখ খুললেন যোগী আদিত্যনাথ

‘পাঠান’ বিতর্কে মুখ খুললেন যোগী আদিত্যনাথ

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত বলিউড সিনেমা ‘পাঠান’ নিয়ে একটি মেরুকরণ পরিস্থিতি প্রত্যক্ষ করা হয়েছিল। এই ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে ‘পাঠান’ নিয়ে খোলামেলা কথা বলেছেন মুখ্যমন্ত্রী যোগী।তিনি কি পাঠান ছবি দেখেছেন? উত্তরপ্রদেশে কি ছবিটির বিরোধিতা হয়েছিল? শিল্পীদের অবস্থা- এসব একাধিক বিষয় নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেনে নেওয়া যাক সেই সম্পর্কে –

মুখ্যমন্ত্রী যোগী বলেন, ‘আমি সিনেমা দেখি না, আমার বেশি সময়ও নেই। কারণ এটি ২৫ কোটি জনসংখ্যার রাজ্য। শিল্পীদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। লেখকদের প্রতিও আমার পূর্ণ শ্রদ্ধা আছে। যার কোনও প্রতিভা আছে, আমি তাকে পূর্ণ সম্মান জানাই। এত সময় নেই যে আমি চলচ্চিত্র দেখতে পারি, তবে কোনও শিল্পীর প্রতিভা থাকলে ব্যক্তিগত পর্যায়ে এবং প্রশাসনের পর্যায়ে তাকে পূর্ণ সম্মান দেওয়ার কাজ করা হয়।’

উত্তরপ্রদেশে পাঠান ছবির বিরোধিতা হয়েছিল নাকি? আইনশৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে যোগী বলেন, ‘ইউপিতে কোথাও কোনও প্রতিবাদ হয়নি। এক জায়গায় ঝগড়া হলে তা পারস্পরিক বিবাদ। এক দর্শক তার মোবাইলে ছবির রিল বানাচ্ছিলেন, তাতে সিনেমা হলের লোকজন তাকে থামিয়ে দেয়। এরপর কোনও বিবাদ অবশিষ্ট ছিল না।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘যখনই এই ধরনের ছবি আসে, জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা থাকতে হবে। উপস্থাপনার পাশাপাশি, আমরা যে অনুভূতির প্রতিনিধিত্ব করতে চাই তার প্রতি শ্রদ্ধা থাকা উচিত্‍। কাউকে আবেগ নিয়ে খেলা বা উস্কানির অনুমতি দেওয়া উচিত্‍ নয়।’

তিনি বলেন, ‘আমি সম্প্রতি উত্তরপ্রদেশে গ্লোবাল ইনভেস্টরস সামিটের রোডশোতে মুম্বাই গিয়েছিলাম এবং রোডশোতে শিল্পপতি ও বিনিয়োগকারীদের সঙ্গেও দেখা করেছিলাম। আর্থিক প্রতিষ্ঠান এবং অভিনেতা-প্রযোজকদের সাথে বৈঠক করেছি। এসব বৈঠকের প্রতিক্রিয়াও ইতিবাচক ছিল। ইউপিতে ফিল্ম সিটি নির্মাণের বিষয়ে অধিকাংশ মানুষের মতামত ইতিবাচক ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments