নিজস্ব প্রতিনিধি(রজত রায়): শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED ও CBI- এর হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়।পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০কোটি টাকা।এছাড়াও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার গহনাসামগ্রী।এই অর্পিতা পেশায় ছিলেন মডেল ও অভিনেত্রী। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কুন্তল ঘোষ, বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস সকলেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে।জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেল-এ রয়েছে তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ এবং অশোক সাহা-সহ আরও তিনজন। ঠিক তার পাশের সেলে রয়েছেন চিটফান্ডের মাথা সুদীপ্ত সেন। তার পাশের সেলে রয়েছেন বিধায়ক মানিক ভট্টাচাৰ্য।তার ঠিক পাশেই পার্থ চট্টোপাধ্যায়ের সেল।
তারা একে অপরের সাথে খোস গল্পে মেতেছিল বলে সূত্রে খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED -র হাতে গ্রেফতার হয়েছেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ।তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন । প্রায় ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন তিনি।ইডির জেরার মুখে তিনি স্বীকার করেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগের কথা।তিনি জানিয়েছেন দফায়-দফায় কোটি-কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছেন। ‘আমাদের কথা ইডিকে বলেছ কেন?নিশ্চয়ই সিবিআইকেও জানিয়েছ আমাদের নাম।’- এই বলে জেলের মধ্যেই কুন্তলকে ঝার দেন পার্থ ও মানিক।
সিবিআই আধিকারিকদের কাছে কুন্তল এমনটাই অভিযোগ জানিয়েছেন বলে সূত্রে খবর।